বেতার শ্রোতা ফাউন্ডেশন ও আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদীর যৌথ আয়োজনে
নরসিংদীতে মহাসমারোহে বেতার শ্রোতাদের মিলনমেলা
বেতার শ্রোতা ফাউন্ডেশন ও আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদীর যৌথ আয়োজনে গতকাল (শুক্রবার) স্থানীয় লটকন বাগানে বেতার শ্রোতাদের মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব নসরুল্লাহ মোঃ ইরফান। জমকালো মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আল আমিন খান, মুখ্য উপস্থাপক জনাব মাহবুব সোবহান এবং উপস্থাপক জনাব মোঃ সাদিক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব নসরুল্লাহ মোঃ ইরফান বেতারের সাথে শ্রোতাদের সুসম্পর্ক বৃদ্ধির জন্য মিলনমেলা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর বেতার শ্রোতা ফাউন্ডেশন, আইআরআইবি ফ্যান ক্লাব ও বানিয়াছল বেতার বন্ধু সংসদের সভাপতি মোঃ হোসাইন মুসা। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ বেতার, রেডিও তেহরানসহ বিশ্বের অন্যান্য বেতার কেন্দ্রের অনুষ্ঠান নিয়ে শ্রোতা ও অতিথিদের অবগত করেন। বেতারের প্রতি সবার আকর্ষণ বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বেতার শ্রোতা ফাউন্ডেশন, নরসিংদীর এডমিন জনাব রোমান মোল্লার সঞ্চালনায় উক্ত মিলনমেলায় বক্তব্য রাখেন রেডিও তেহরানের মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি জনাব শাহাদাত হোসেন, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মনজুরুল আলম রিপন ও সাধারণ সম্পাদক সোহেল রানা এবং আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদীর সাধারণ সম্পাদক আবুল কালাম।

আনন্দঘন অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে সবার প্রশংসা ও ভালোবাসা অর্জন করেন জনাব রোমান মোল্লা ও আলো আহমেদ। মিলনমেলায় মেয়েদের মিউজিক চেয়ার ও ছেলেদের মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিবন্ধিত ৮০ জন শ্রোতার সবাইকে স্মারক হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।

লাকী কুপন পর্বে নারায়ণগঞ্জের শরীফ আহমেদ ৩২ ইঞ্চি স্মার্ট টিভি বিজয়ী হন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বেতার শ্রোতারা জমকালো অনুষ্ঠানটি উপভোগ করে বেতার শ্রোতা ফাউন্ডেশন ও আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদীর ভূয়সী প্রশংসা করেন।



#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।