কারবালায় আরবাইন উপলক্ষে বাংলাদেশি মুসলমানদের আতিথেয়তা
সেপ্টেম্বর ০১, ২০২৩ ২০:১১ Asia/Dhaka
কারবালায় শহীদ সম্রাট ইমাম হুসাইন আ. এর শাহাদাতের চেহলাম-বার্ষিকী উপলক্ষ্যে এই পবিত্র শহরে সমবেত হচ্ছেন সারা বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ শোকার্ত মুসলমান। বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থী যারা ইরান ও ইরাকের নাজাফে পড়াশুনা করছেন তারা অনেকে এবার আরবাইন উপলক্ষে কারবালায় ইমাম হুসাইন আ.র মাজার জিয়ারতে গিয়েছেন। শোকার্তদের জন্য তাদের আয়োজন করা আপ্যাায়নের কিছু দৃশ্য এখানে তুলে ধরা হলো। #
ট্যাগ