মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের লোভ দেখিয়ে ষড়যন্ত্র চলছিল : ডিবি প্রধান হারুন
https://parstoday.ir/bn/news/bangladesh-i130444-মন্ত্রীসহ_রাষ্ট্রের_গুরুত্বপূর্ণ_পদের_লোভ_দেখিয়ে_ষড়যন্ত্র_চলছিল_ডিবি_প্রধান_হারুন
বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানোর লোভ দেখিয়ে সংবাদ সম্মেলন করিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৭, ২০২৩ ১৯:০২ Asia/Dhaka
  • মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের লোভ দেখিয়ে ষড়যন্ত্র চলছিল : ডিবি প্রধান হারুন

বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানোর লোভ দেখিয়ে সংবাদ সম্মেলন করিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী।

আজ সোমবার দুপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আরেফিকে জিজ্ঞাসা শেষে কারা ফটকে সাংবাদিকদের একথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। এসময় তিনি বলেন,হাসান সারওয়ার্দী কথিত বাইডেনের উপদেষ্টাকে মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠক করিয়েছেন।

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঢাকায় বিএনপির ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, পুলিশের গায়ে আঘাত করা, একজন পুলিশ সদস্যকে হত্যা ও সন্ধ্যায় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে সঙ্গে নিয়ে হাসান সোহরাওয়ার্দীর পার্টি অফিসে গিয়ে সংবাদ সম্মেলন একসূত্রে গাঁথা। এর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা জড়িত। তাদের অনেককে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। #

 

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।