জনগণের ভোটের অধিকারে কাজ করছে আওয়ামীলীগ: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i130762-জনগণের_ভোটের_অধিকারে_কাজ_করছে_আওয়ামীলীগ_প্রধানমন্ত্রী
জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের প্রস্তাবেই সবকিছুর সংস্কার করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১৪, ২০২৩ ১৭:০৮ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের প্রস্তাবেই সবকিছুর সংস্কার করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার গণভবন থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কোনোদিন সরকার গঠন করেনি। জনগণের ভোটে আওয়ামীলীগ বারবার নির্বাচিত হয়েছে। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই সকল উন্নয়ন পরিকল্পনা সফল করতে পেরেছে বলে জানান প্রধানমন্ত্রী।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তার দেয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আগামী সাধারণ নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পূর্বাচলে শেখ হাসিনা স্বরনী এবং চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সারাদেশে ১৫৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ে এসব প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষায় আন্দোলন করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। দুই, এক দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সরকার কাজ করছে। এ সময় নির্বাচন নিয়ে একটি মহল অপরাজনীতি করছে জানিয়ে তাদের বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।