রেডিও তেহরানের সাংবাদিক গাজী আবদুর রশীদের মায়ের ইন্তেকাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i131124-রেডিও_তেহরানের_সাংবাদিক_গাজী_আবদুর_রশীদের_মায়ের_ইন্তেকাল
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের (রেডিও তেহরান বাংলা) সিনিয়র সাংবাদিক গাজী আবদুর রশীদের মা রাবিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ২২, ২০২৩ ১৫:১৬ Asia/Dhaka
  • রেডিও তেহরানের সাংবাদিক গাজী আবদুর রশীদের মায়ের ইন্তেকাল

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের (রেডিও তেহরান বাংলা) সিনিয়র সাংবাদিক গাজী আবদুর রশীদের মা রাবিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন।  

আজ (বুধবার) বেলা দেড়টার দিকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাবিয়া বেগম হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। গত ৬ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন। গতকাল আবারো শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সকালে সাতক্ষীরার কালিগঞ্জ থানার দুলাবালা (কদমতলা) গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

সাংবাদিক গাজী আবদুর রশীদ তাঁর মা'র নাজাতের জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিকে, রাবিয়া খাতুনের মৃত্যুতে আইআরআইবি'র ভারতীয় উপমহাদেশ ও পূর্ব এশিয়া অঞ্চলের মহাপরিচালক হাসান নওরোজি, বাংলা বিভাগের পরিচালক মুজতাবা ইব্রাহিমি এবং রেডিও তেহরানের কলাকুশলীরা গভীর শোক প্রকাশ করেছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২২