কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় মানবন্ধন, প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে বাধা
https://parstoday.ir/bn/news/bangladesh-i131404-কারাবন্দি_নেতাকর্মীদের_মুক্তির_দাবিতে_ঢাকায়_মানবন্ধন_প্রধান_বিচারপতির_কাছে_স্মারকলিপি_দিতে_বাধা
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপিসহ সমমনা দলগুলোর কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন তাদের স্বজনরা। আজ (মঙ্গলবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রাজবন্দীদের স্বজন’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ২৮, ২০২৩ ১৮:৪২ Asia/Dhaka
  • কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় মানবন্ধন, প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিতে বাধা

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপিসহ সমমনা দলগুলোর কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন তাদের স্বজনরা। আজ (মঙ্গলবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রাজবন্দীদের স্বজন’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে কারাবন্দীদের স্বজনরা অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক মামলার আসামীদের বাসায় না পেয়ে অনেক স্বজনদেরও আটক করা হয়েছে। নির্যাতনেরও অভিযোগ করেছেন তারা। 

মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, একতরফা নির্বাচন করতে বিএনপির জাতীয় ও সিনিয়র নেতৃবৃন্দকে, ফরমায়েশী রায়ে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই নেতা-কর্মীদের অন্যায়ভাবে সাজা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গনতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তির দাবী জানান, মানববন্ধনে অংশ নেয়া বিএনপি বিভিন্ন স্তরের নেতা ও বন্দিদের স্বজনরা। 

পরে মানববন্ধন শেষে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পেশ করতে যেতে চাইলে তাদের আটকে দেয়ার অভিযোগও করেছেন প্রতিবাদ কর্মসূচির আয়োজকরা। এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন