চলছে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতাল
বাস-ট্রাকে আগুন, ট্রেনে নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ গ্রেপ্তার ৬
নির্বাচন বর্জনের আহবানে বিএনপির দুই দিনের হরতালকে কেন্দ্র করে শনিবার রাজধানী ঢাকায় সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। শনিবার সকালে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করে বাংলামোটরে গিয়ে শেষ করেন। অন্যদিকে, নির্বাচন বর্জনে রাজধানীর মালিবাগসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীরা। এছাড়া, জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো মিছিল-সমাবেশ করেছে।
এদিকে, রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন দেয়ার ঘটনায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুরে, ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। বিএনপির ১২ জন ভিডিও কনফারেন্সে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর পরিকল্পনা করেন বলেও জানান তিনি। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা, ব্যবহৃত ফোন ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।