মিয়ানমার থেকে আসা সৈন্যদের দুই একদিনের মধ্যেই ফেরত পাঠানো হবে-স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i134452-মিয়ানমার_থেকে_আসা_সৈন্যদের_দুই_একদিনের_মধ্যেই_ফেরত_পাঠানো_হবে_স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী দু-এক দিনের মধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা সৈন্যদের জাহাজযোগে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১৮:৩১ Asia/Dhaka
  • মিয়ানমার থেকে আসা সৈন্যদের দুই একদিনের মধ্যেই ফেরত পাঠানো হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী দু-এক দিনের মধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা সৈন্যদের জাহাজযোগে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্সে, হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি মন্ত্রী আরো বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গা বা অন্য কাউকেই আর প্রবেশ করতে দেয়া হবে না বিজিবি, পুলিশ কোস্টগার্ডসহ সবাই সর্তক অবস্থানে রয়েছে এসময় বিএনপির সমালোচনা কোরে তিনি বলেন, তারা ষড়যন্ত্রে বিশ্বাস করে বলেই, গণপরিবহনে আগুন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল সমস্যা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

তিনি আরও বলেন, মিয়ানমারের চতুর্দিকেই যুদ্ধ লেগে আছে বাংলাদেশ সীমানায় আরাকান আর্মির সঙ্গে তাদের বাহিনীর যুদ্ধ চলছে আমরা দেখছি তাদের এই যুদ্ধ এতটাই তীব্র হয়েছে যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সরকারি কর্মকর্তা, ধারণা করছি দুই-একজন সেনা সদস্য আমাদের এখানে ঢুকে পড়েছেন এদের মধ্যে কেউ অস্ত্র নিয়ে এসেছেন, কেউ অস্ত্র ছাড়া ঢুকেছেন তবে তারা এসেছেন জীবন রক্ষার জন্য, যুদ্ধের জন্য না#

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।