আওয়ামী লীগ সরকার নারীর অধিকার নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i134492-আওয়ামী_লীগ_সরকার_নারীর_অধিকার_নিশ্চিত_করেছে_প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারীর অধিকার নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার গণভবনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় উন্নত দেশ গড়তে নারী-পুরুষ সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১৮:৩৮ Asia/Dhaka
  • আওয়ামী লীগ সরকার নারীর অধিকার নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারীর অধিকার নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার গণভবনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় উন্নত দেশ গড়তে নারী-পুরুষ সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

সকালে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে,আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে দলের সভাপতি বলেন, সকলেই যোগ্য, তবে মনোনয়ন না পেলেও নিজের যোগ্যতায় কাজ করে, মানুষের আস্থা অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে আওয়ামী লীগ সবসময়ই সোচ্চার। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা অত্যাচার-নির্যাতন সহ্য করে, সংগ্রাম করে ক্ষমতা ফিরে পেয়েছে। জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার কথা বলেন তিনি। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, প্রতিহিংসার রাজনীতি করে না বলেও জানান দলের সভাপতি শেখ হাসিনা।#

 

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।