বিএনপির রাজনীতি বন্ধের চিন্তা করছে না সরকার: ওবায়দুল কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বিএনপির রাজনীতি বন্ধের বিষয়ে ভাবছে না সরকার। জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, নিজেদের কর্মকাণ্ডের জন্যই বিএনপি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত ও পরীক্ষিত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপি মহাসচিবের মুক্তির পর সরকার পতনের আন্দোলন করতে গিয়ে নিজেদের পতন হয় কিনা সেটাই দেখার বিষয়।
এসময় বিএনপি মহাসচিবের মুক্তি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আইন যে তাঁর নিজস্ব গতিতে চলে মির্জা ফখরুলের জামিন তারই প্রমাণ। তবে এবার আন্দোলনে নামলে তাদের পতন দেখার অপেক্ষায় থাকবে জাতি।
তিনি আরো বলেন, বিএনপি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হলেও রাজনীতি বন্ধের বিষয়ে কোন ভাবনা নেই সরকারের। এছাড়া,দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনে, তৃনমূলের কর্মী ও নিবেদিতদের মুল্যায়ন করা হয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।#
পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।