উপজেলা নির্বাচনে না এলে বিএনপিকে পালাতে হবে: ওবায়দুল কাদের
(last modified Mon, 26 Feb 2024 12:59:58 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১৮:৫৯ Asia/Dhaka

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে না এসে যে ভুল করেছে উপজেলা নির্বাচনেও যদি একই ভুল করে, তার জন্য তাদের রাজনৈতিক খেসারত দিতে হবে। যদি উপজেলা নির্বাচনে বিএনপি না আসে, ২৮ তারিখ যেভাবে পালিয়ে গেছে আবার পালাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ (সোমবার) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে মা বেগম ফজিলাতুন্নেসার পঞ্চম মৃত্যুবার্ষিকীর মিলাদ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত। জাতীয় নির্বাচনে নৌকা ছিল। যারা স্বতন্ত্র করতে চেয়েছে এলাউ হয়েছে। এবার উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের থেকে বেশি মানুষ অংশগ্রহণ করবে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যে বিএনপি আন্দোলন করছে।

সোমবার সকালে রাজধানীর পূর্ব জুরাইনে কারাগারে নিহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। দেশের অবস্থার পরিবর্তন করতে আন্দোলন বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিলো ডামি ও বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে একদলীয় শাসন ও অলিখিত বাকশাল কায়েম হয়েছে।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২৬