প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ: সহিংসতায় আহত ৫
https://parstoday.ir/bn/news/bangladesh-i137432-প্রথম_ধাপে_১৩৯টি_উপজেলা_পরিষদ_নির্বাচনের_ভোটগ্রহণ_শেষ_সহিংসতায়_আহত_৫
প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে ৪০ শতাংশ ভোট পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের দাবি, বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ার কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২৪ ১৯:১৪ Asia/Dhaka
  • প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ: সহিংসতায় আহত ৫

প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে ৪০ শতাংশ ভোট পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের দাবি, বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ার কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে ব্রিফিংকালে সিইসি বলেন, প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। নির্দিষ্ট সময় পর্যন্ত ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। বর্ষা ও ধান কাটার মৌসুম হওয়ায় অপেক্ষাকৃত কম ভোট পড়েছে। ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ ব্যাখ্যা করে সিইসি আউয়াল বলেন, বর্ষার কারণে অনেকে ভোট সেন্টারে আসতে পারেননি। এ ছাড়া এখন ধান কাটার মৌসুম চলছে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক ও বহিষ্কৃত বিএনপি নেতা স্বতন্ত্র আনোয়ারুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫ জন।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।