বৃহস্পতিবারের হরতাল সম্পদ ধ্বংসের নয়, বরং সৃষ্টির: আনু মুহাম্মদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i31647-বৃহস্পতিবারের_হরতাল_সম্পদ_ধ্বংসের_নয়_বরং_সৃষ্টির_আনু_মুহাম্মদ
সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ২৬ জানুয়ারির আধাবেলা হরতাল সফল করার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৭ ১৯:২২ Asia/Dhaka

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ২৬ জানুয়ারির আধাবেলা হরতাল সফল করার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

সুন্দরবন রক্ষায় ঐক্যবদ্ধ লড়াইয়ের উপর গুরুত্ব দিয়ে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, “সুন্দরবনবিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প আগামী ২৫ জানুয়ারির মধ্যে বাতিল না করলে পরদিন ২৬ জানুয়ারি ঢাকা মহানগরে সর্বত্র আধাবেলা ধর্মঘট পালন করা হবে। যাকে আমরা হরতাল বলে জানি। বাংলাদেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে তা এই হরতাল কর্মসূচির মাধ্যমে আমরা সারা দেশের মানুষকে জানিয়ে দিতে চাই।”

হরতাল সফল করতে ঢাকা মহানগরের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে আনু মুহাম্মদ বলেন, “আগামী ২৬ তারিখ আপনারা ব্যক্তিগত গাড়ি বের করবেন না, হেঁটে রাস্তায় আসেন। এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের জন্য।”

তিনি আরো বলেন, এ যাবতকালে বাংলাদেশের মানুষ সম্পদ ধ্বংসের আর ক্ষমতার সংকীর্ণ সংঘাতের অনেক হরতাল দেখেছে। কিন্তু বৃহস্পতিবারের হরতাল ক্ষমতার সংকীর্ণ সংঘাতে সম্পদ ধ্বংসের নয়, বরং সম্পদ রক্ষা-সম্পদ সৃষ্টি এবং বাংলাদেশ রক্ষার।  তাই সাধারণ নাগরিকদের হরতালে স্বতঃস্ফুর্তভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। 

ওদিকে, সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে রামপাল ইস্যু নিয়ে পরিবেশবাদীদের প্রশ্নের মুখোমুখি হওয়ার পেছনে নোবেল বিজয়ী ড. ইউনূসের হাত রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনূস ও তার মতাদর্শের লোকজন টাকা দিয়ে পরিবেশবাদীদের দ্বারা এই প্রশ্ন উত্থাপন করিয়েছেন বলে ধারণা প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রীর কড়া জবাবে পরিবেশবাদীরা এই ইস্যু নিয়ে তেমন পাত্তা পাননি বলে জানান শেখ হাসিনা।

সুইজারল্যান্ড সফর শেষে শনিবার সকালে দেশে ফেরার পর গণভবনে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে বৈঠকে তিনি একথা বলেন বলে দলীয় সুত্রের বরাত দিয়ে খবর প্রকাশ হয়েছে।

প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ডাক্তার আবদুল মতিন রেডিও তেহরানকে বলেন, প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে যথাযথ তথ্য দেয়া হচ্ছে না। কারণ, বিশ্বের নামযাদা পরিবেশ বিজ্ঞানিরা ইতোমধ্যেই জানিয়েছেন যে, সুন্দরবন সংলগ্ন রামপাল কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎকেন্দ্র বিশ্বের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবনকে ধ্বংস করবে।

ইতোমধ্যে পরিবেশবাদী ও নাগরিক সমাজের পক্ষ থেকে ডাকা ২৬ জানুয়ারির  আধাবেলা হরতালের প্রতি সমর্থন জানিয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ সমর্থনের কথা ঘোষণা করেন।

বিএনপি’র এ নেতা বলেন, ‘অগণতান্ত্রিক তাঁবেদার শক্তি শুধুমাত্র প্রভুদের মন রক্ষায় রামপাল প্রকল্প বাস্তবায়ন করতে গেলে স্লোগানে মিছিলে উদ্বেল হয়ে সকল বাধা অতিক্রম করে দেশপ্রেমিক জনগণ আর একটি মুক্তযুদ্ধ শুরু করবে।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩