নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ: 'ওসি মোয়াজ্জেম ধরা পড়বে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i71099-নুসরাত_হত্যা_মামলার_অভিযোগপত্র_গ্রহণ_'ওসি_মোয়াজ্জেম_ধরা_পড়বে'
ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। আগামী ২০ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১০, ২০১৯ ১৭:৫২ Asia/Dhaka
  • আদালতে নুসরাত হত্যা মামলার আসামিরা
    আদালতে নুসরাত হত্যা মামলার আসামিরা

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। আগামী ২০ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

আজ (সোমবার) দুপুরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ২১ আসামিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় ১৬ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করে আদালতে জমা দেয়া  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চার্জশিট আমলে নিয়ে বিচারক মামুনুর রশিদ অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

এসময় মামলার চার্জশিটভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, কাউন্সিলর মাকসুদ আলম, প্রভাষক আবসার উদ্দিন, মো. শামিম, ইফতেখার উদ্দিন এবং নূর উদ্দিনের পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ওবায়দুল কাদের

পলাতক কাউকে গ্রেপ্তার করা কষ্টকর: ওসি মোয়াজ্জেম প্রসঙ্গে কাদের

এদিকে, এ ঘটনার সাথে সম্পর্কিত মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এক সপ্তাহ ধরে লুকোচুরির পর এখন সরকারের সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ‘পালিয়ে গেলে ধরা তো কঠিন। সময় লাগে। তবে সরকার এ ব্যাপারে সিরিয়াস। কোনো শৈথিল্য দেখানো হবে না।’

আজ (সোমবার) সচিবালয়ে নিজ দপ্তরে ঈদপরবর্তী মতবিনিময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'ওসি মোয়াজ্জেম এখনো ধরা পড়েনি, হয়তো শুনবেন খুব শিগগিরই ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে'।

ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার কথা স্বীকার করে পুলিশ বলছে, মোয়াজ্জেম হোসেন পালিয়ে গেছে।

পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য গতকাল গণমাধ্যমকে  বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা রংপুরে এসেছে। কিন্তু মোয়াজ্জেম হোসেন অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত আছেন। পরোয়ানাটি সোনাগাজী থানার ওসির কাছে পাঠানো হয়েছে। রংপুরে পাঠানোর ক্ষেত্রে বিধি অনুসরণ করা হয়নি।

এর আগে রোববার দুপুরে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন, ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে শাস্তি পেতেই হবে। মোয়াজ্জেম যেহেতু পলাতক আছেন, তাই তাকে খুঁজে পেতে একটু সময় লাগছে।

সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসে

ওসি পালিয়ে যাওয়ায় টিআইবির উদ্বেগ

এদিকে, নুসরাত হত্যাকাণ্ডে বিতর্কিত ভূমিকার জন্য বহুল সমালোচিত সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই পালিয়ে যাওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গতকাল রোববার এক বিবৃতিতে সংস্থাটি বলছে, ওসির ‘পালিয়ে’ যাওয়ার খবর আইনের শাসনের জন্য অশনিসংকেত।

নুসরাত হত্যাকাণ্ড স্থানীয় পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে আবারও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা গভীরতম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এমন অবস্থায় পুলিশ বাহিনীর কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ভূলুণ্ঠিত হবে। তাই ওসি মোয়াজ্জেমকে দ্রুত আটক করে বিচারের মুখোমুখি করার পাশাপাশি নুসরাতের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের বিকল্প নেই।

নুসরাত হত্যার ঘটনায় ব্যাপক সমালোচিত মোয়াজ্জেমকে ১০ এপ্রিল সোনাগাজী থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে ৮ মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন রংপুরের মানুষ। বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মোয়াজ্জেমকে রংপুর রেঞ্জ থেকে প্রত্যাহারের দাবি জানায় স্থানীয় নানা সংগঠন। এরপর জরুরি তলব পেয়ে মোয়াজ্জেম রংপুর থেকে ঢাকায় যান।  তারপর থেকে তাকে নিখোঁজ বলা হচ্ছে।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১০