এরশাদ লাইফ সাপোর্টে, দেখে এলেন ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i71627-এরশাদ_লাইফ_সাপোর্টে_দেখে_এলেন_ওবায়দুল_কাদের
বাংলাদেশ জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তার অবস্থার কোনো উন্নতি হয়নি। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আজ (সোমবার) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ০১, ২০১৯ ১৩:০০ Asia/Dhaka
  • এরশাদের পাশে স্ত্রী রওশন
    এরশাদের পাশে স্ত্রী রওশন

বাংলাদেশ জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তার অবস্থার কোনো উন্নতি হয়নি। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আজ (সোমবার) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, ‘এরশাদ সাহেবের যে অবস্থা তার থেকে ফেরার (বাঁচার) আর কোনো আশা নেই। যদি তিনি ফেরেন সেটা হবে মিরাকেল। সকাল বেলা ডাক্তারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তার অবস্থা অপরিবর্তিত।’

এর আগে রোববার সন্ধ্যায় ৬টার দিকে বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এরশাদের ছোট ভাই জি এম কাদের বলেছিলেন, ‘দেশে এরশাদের যে চিকিৎসা চলছে, তাতে আমরা সন্তুষ্ট। আশা করি, শিগগিরই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘চার দিন আগে যে শারীরিক অবস্থা নিয়ে এরশাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছিল। তবে রোববার সকালে তার শারীরিক অবস্থার আবার অবনতি হয়। এরপর আর তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এরশাদের ফুসফুসে ইনফেকশন রয়েছে। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।’

রক্তে হিমোগ্লোবিন ও লিভারে দীর্ঘ দিনের সমস্যার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বুধবার (২৬ জুন) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

এরশাদকে দেখতে সিএমএইচে ওবায়দুল কাদের

গুরুতর অসুস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকাল সাড়ে ১০টার দিকে এরশাদকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান মন্ত্রী। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন এরশাদকে দেখতে যান ওবায়দুল কাদের। তিনি জাতীয় পার্টির প্রধানের চিকিৎসার খোঁজখবর নেন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

রক্তে হিমোগ্লোবিন ও লিভারে দীর্ঘ দিনের সমস্যার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বুধবার (২৬ জুন) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত বছরের শেষের দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অসুস্থ হয়ে পড়েন এরশাদ। অসুস্থতার কারণে জাতীয় নির্বাচনের প্রচারণাতেও অংশ নিতে পারেননি তিনি। ওই অবস্থাতেই ১২ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। পরে নির্বাচনে জয়লাভের পর দেশে ফিরে শপথ নেন তিনি। পরে ২০ জানুয়ারি ফের চিকিৎসা নিতে সিঙ্গাপুর যান। দেশে ফেরেন ৪ ফেব্রুয়ারি। এরপর থেকে সিএমএইচেই চিকিৎসা নিচ্ছেন এরশাদ।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।