এবার আসছে ডেঙ্গু কমিশন: মশা মারার ব্যর্থতায় অসন্তুষ্ট হাইকোর্ট
-
বাংলাদেশ হাইকোর্ট
বাংলাদেশে বিরাজমান ডেঙ্গু আতঙ্কের মাঝে রোগ জীবানুবাহী মশা নিধনের বিষয়টি এখন আদালতের নির্দেশের আওতায় চলে এসেছে। ডেঙ্গু জীবানুবাহী এডিস মশা নিধনের যাবতীয় করনীয় নির্ধারণে একটি কমিশন গঠন করে দেয়ার সিদ্ধান্তে পৌঁছেছে হাইকোর্ট।
এডিস মশা নিধনে সরকারের কী পদক্ষেপ ছিল; সিটি কর্পোরেশনের কী করার ছিল; অন্যান্য দেশে কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা হয়- সেসব বিষয়ে নীতিমালা করাই হবে এ কমিশনের কাজ।
আজ (মঙ্গলবার) হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর দ্বৈত বেঞ্চ সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নেয়া পদক্ষেপের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এ অবস্থায় ডেঙ্গু বিষয়ক একটি কমিশনের গঠনের লক্ষ্যে আগামী বুধবার সিদ্ধান্ত দেয়ার তারিখ নির্ধারণ করে দিয়েছে উচ্চ আদালত।
এর আগে হাইকোর্ট সারাবছর মশা নিধনে সরকারের স্থায়ী পরিকল্পনার বিষয়ে জানতে চেয়ে গত ২০ আগস্ট আদেশ দিয়েছিলেন।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সাইদ আহমেদ রাজা সাংবাদিকদের বলেন, আদালত দেখছেন, যথাসময়ে ডেঙ্গু প্রতিরোধ না হওয়ায় মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। মানুষ মারা যাচ্ছে। তাই একটি জুডিশিয়াল অনুসন্ধান বা বিশেষজ্ঞ দ্বারা অনুসন্ধানে আগামী বুধবার আদেশের জন্য দিন ঠিক করে দিয়েছেন আদালত।’
এদিকে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি তল্লাশী করে ডেঙ্গু জ্বরের ভাইরাসবাহী এডিস মশা ধ্বংস করা ও সচেতনতামূলক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা পেতে নাগরিকদের আরো বেশী সতর্ক হতে হবে।

ডেঙ্গুতে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু: আইইডিসিআর
দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
সোমবার অপরাহ্নে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদফতরে এক প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার (২৬ আগস্ট) পর্যন্ত স্বাস্থ্য অধিদফতর ১৭৩ জনের মৃত্যুর খবর পেয়েছে। এর মধ্যে ৮৮টি মৃত্যুর তথ্য পর্যালোচনা করে ৫২ জনের মৃত্যু ডেঙ্গুজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। রোববার (২৫ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা ছিল ৪৭ জন। এদিকে ১৭৩টি মৃত্যুর মধ্যে বাকি ৮৫টি মৃত্যুর তথ্য এখনও পর্যালোচনাধীন রয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (২৫ আগস্ট সকাল ৮টা থেকে ২৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ২৫১ জন। এর মধ্যে ঢাকায় ৫৭৭ জন্য এবং ঢাকার বাইরে ৬৭৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে ২৫ আগস্ট সারাদেশে হাসপাতালে নতুন রোগী ভর্তি ছিলেন ১ হাজার ২৯৯ জন। এর মধ্যে ঢাকায় ৬০৭ জন এবং ঢাকার বাইরে ৬৯২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আগের দিনের তুলনায় হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি ৪ শতাংশ কমেছে।
বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ও এ রোগে সন্দেহজনক আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৫৬২ জন বলে জানান তিনি।
সরকারি হিসাবে এ বছর ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ হাজার ৭৬৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ৩০ জন। সারাদেশে এ পর্যন্ত মোট রোগীর ৯১ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।