এডিস মশার বিরুদ্ধে চিরুনি অভিযানের ঘোষণা, ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গু রোগের জীবানুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে বাংলাদেশের রাজধানীতে ১৫ সেপ্টেম্বর থেকে আবারো চিরুনি অভিযান শুরু করা হবে। আজ (সোমবার) সকালে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমান এ কথা জানান।
এদিকে, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন সংক্রামক রোগ নিয়ন্ত্রণের অভিজ্ঞতা অর্জনের জন্য রোববার রাতে সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সিঙ্গাপুর সফরে মেয়রের সঙ্গে আছেন- ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ।
দেশে ভয়াবহ ডেঙ্গুর আক্রমন কমে আসলেও আজ দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন শাপলা খাতুন (২৩) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছে। এর আগে গতকাল ঢাকা ও খুলনায় আরো দু’জন মারা গেছেন।
এদিকে, রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩০০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪১৬ জন (মোট ৭১৬ জন) নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত সর্বশেষ হিসাবে দেখা গেছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ৯১ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার ৪১টি হাসপাতালে ১ হাজার ৫২২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে ১ হাজার ৫৬৯ জন ভর্তি রয়েছেন।
কয়েকদিন আগে রাজধানী ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা বেশি থাকলেও বর্তমানে সংখ্যার হিসেবে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশি।
তবে, ডেঙ্গু রোগীর চিকিৎসায় সরকারী হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধপত্র মজুদ রয়েছে বলে জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম।
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিল ৭৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ছিল ৭২ জন। নতুন ভর্তি হওয়া ২৯ জনের মধ্যে পুরুষ ১৭ জন, মহিলা ১০ জন এবং শিশু ২ জন।
গত ১৬ জুলাই থেকে আজ দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছেন ২০৮১ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯৯৬ জন। একই সময়ের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬ জন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৭ হাজার ২৩০ জন এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৯৪২ জন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন