গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা শনাক্তকরণ কিট পরীক্ষায় বিএসএমএমইউ’র কমিটি গঠন
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাইয়ে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে এই কমিটির প্রধান করা হয়েছে। তবে কমিটিতে কোন্ কোন্ বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তা প্রকাশ করবে না কর্তৃপক্ষ।
এদিকে, কঠোর গোপনীয়তা বজায় রেখে কিটের মান যাচাই করতে বিএসএমএমইউ-এর প্রতি অনুরোধ জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
আজ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, ‘গণস্বাস্থ্য থেকে তিন সদস্যের একটি দল তাদের কাছে কিট যাচাইয়ের জন্য প্রয়োজনীয় আবেদনপত্র জমা দিয়েছে। তারা অনুরোধ জানিয়েছে, যেন কঠোর গোপনীয়তা বজায় রেখে কিটের মান যাচাই করা হয়।’
উপাচার্য বলেন, ‘খুব শিগগিরই ছয় সদস্যের কমিটি বসে সিদ্ধান্ত নেবেন কিটটি পরীক্ষা কীভাবে করা হবে। তারা এটাও ঠিক করবেন কয়দিনের মধ্যে তারা কিটের কার্যকারিতা পরীক্ষা করে রিপোর্ট দিতে পারবেন।’
এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য কমিটি গঠন করেছে বিএসএমএমইউ। তাদের সাধুবাদ জানাই। আশা করছি দ্রুতই তারা কাজ শুরু করবে।’
তিনি বলেন, ‘আমরা নিজেরা পরীক্ষা করে দেখেছি যে আমাদের কিট যথেষ্ট কার্যকর। তবে চাই আমাদের কিট ভালো হোক আর খারাপ হোক, বিএসএমএমইউ যেন এক সপ্তাহের মধ্যে তা পরীক্ষা করে দেশবাসীকে জানায়। কারণ দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এখনই ব্যাপক হারে পরীক্ষা করার সময়। দেরি হলে সমস্যা আরও বাড়তে থাকবে।’
উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাসের পরীক্ষার কিট নিয়ে গত সপ্তাহধিক কাল ধরে পক্ষে-বিপক্ষে তর্ক বিতর্ক আলোচনা-সমালোচনা চলছে। ওষুধ প্রশাসন অধিদফতর থেকে কিটের কার্যকারিতা পরীক্ষা করা দেখার জন্য দু’দিন আগে অনুমতি দেয়া হয়।
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।