বাংলাদেশে করোনা পরিস্থিতি: গত ২৪ ঘণ্টায় মৃত ৩৫, আক্রান্ত ৩ হাজার ৯
https://parstoday.ir/bn/news/bangladesh-i81848-বাংলাদেশে_করোনা_পরিস্থিতি_গত_২৪_ঘণ্টায়_মৃত_৩৫_আক্রান্ত_৩_হাজার_৯
বাংলাদেশে  একদিনের ব্যবধানে নতুন করে ৩ হাজার ৯ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৮ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ২৯২ জন। এদিকে,  গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২৯, ২০২০ ১৮:০৭ Asia/Dhaka
  • অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
    অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

বাংলাদেশে  একদিনের ব্যবধানে নতুন করে ৩ হাজার ৯ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৮ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ২৯২ জন। এদিকে,  গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এ যাবৎ  দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫ জন। আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৫৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১২৭টি। গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে ৩ হাজার ৯ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৩০ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ।

করোনা টেস্ট

বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৫ জন নারী। এ পর্যন্ত ২ হাজার ৩৮৮ জন পুরুষ মৃত্যুবরণ করেছেন যা, মোট মৃতের ৭৮ দশমিক ৬৮ শতাংশ। আর একই সময়ে ৬৪৭ জন নারীর মৃত্যু হয়েছে, যা মোট মৃতের ২১ দশমিক ৩২ শতাংশ। বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ২ হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৩০ হাজার ২৯২ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ১১ শতাংশ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।