বাংলাদেশে সর্বশেষ করোনা পরিস্থিতি: ২৪ ঘণ্টায় মৃত ৫০,শনাক্ত ১ হাজার ৯১৮
(last modified Tue, 04 Aug 2020 09:52:22 GMT )
আগস্ট ০৪, ২০২০ ১৫:৫২ Asia/Dhaka
  • অধ্যাপক নাসিমা সুলতানা
    অধ্যাপক নাসিমা সুলতানা

আজ (মঙ্গলবার) দুপুরে প্রকাশিত সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায়  করোনা সংক্রমনে মারা গেছেন ৫০ জন।  আর আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন ১ হাজার ৯১৮ জন। গতকাল সোমবার ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৬ জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল। একই সময় মারা যান ৩০ জন।

আজকের হিসেব যোগ করে  দেশে এ পর্যন্ত  করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ২৩৪ জন। আর মোট আক্রান্ত ধরা পড়েছে ২ লাখ ৪৪ হাজার ২০ জন। আজ মঙ্গলবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে  অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক  অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘন্টায়  মারা যাওয়া ৫০ জনের মধ্যে পুরুষ ৪৪ জন ও নারী ৬ জন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৭১২টি নমুনা। এর আগের দিন ৪ হাজার ২৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ১ হাজার ২৫৬টি নমুনা। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা অনুরোধ করেছেন, ‘জ্বর-কাশি হলেই নমুনা পরীক্ষা করান। সরকারি-বেসরকারি যেকোনো পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা করান। দেশের সব জেলাতেই এখন  করোনা পরীক্ষার ব্যবস্থা আছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।