বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়াল সৌদি সরকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i83682-বাংলাদেশে_আটকেপড়া_প্রবাসীদের_ভিসার_মেয়াদ_৩০_অক্টোবর_পর্যন্ত_বাড়াল_সৌদি_সরকার
করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের ভিসা ও ইকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের সরকার। আজ (বুধবার) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ০৭, ২০২০ ২১:০৬ Asia/Dhaka
  • বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়াল সৌদি সরকার

করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের ভিসা ও ইকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের সরকার। আজ (বুধবার) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান।

এর আগে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেদেশের সরকারের এ সিদ্ধান্তের কথা আজ ঢাকাকে অবহিত করেছেন। মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘সৌদি সরকার আমাদের প্রবাসী শ্রমিকদের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে।’

করোনা পরিস্থিতির আগে বাংলাদেশে আটকে পড়া শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয় গত ৩০ সেপ্টেম্বর। তার আগে সৌদি ফেরত যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) কার্যালয়ের সামনে সপ্তাহ ধরে বিক্ষোভ করেন প্রবাসীরা। পরিস্থিতি সামাল দিতে সাউদিয়ার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেয়।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান  হোসেন/৭