বাংলাদেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i84231-বাংলাদেশে_করোনায়_আরও_২৩_জনের_মৃত্যু
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৩ জন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ২৮, ২০২০ ১৯:০৪ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৩ জন।


আজ বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৬১ জনে। অন্যদিকে মোট শনাক্ত হল ৪ লাখ ৩ হাজার ৭৯ জন করোনা রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬১০ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন।

হঠাৎ বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

রাজধানীতে বর্ষা মৌসুম পেরিয়ে হঠাৎ বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।  সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে বেশি থাকে ডেঙ্গুর প্রকোপ। কিন্তু চলতি বছর অক্টোবরের শেষে এসে হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত  এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৬ জন এবং ঢাকার বাইরে ছয়জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে।

এদিকে জোরেশোরে এডিস নিধন চলছে জানিয়ে সিটি কর্পোরেশন দাবি করেছে, অত্যাধুনিক ট্যাবলেটের ব্যবহারে অনেকটাই কমবে মশার উৎপাত। তবে, বিশেষজ্ঞদের মত ডেঙ্গু সংক্রান্ত অসতর্কতার ফলে এটি  অনেক  প্রাণঘাতী হয়ে উঠতে পারে। #

পার্সটুডে/এআরকে/এমএএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।