স্বাগত বাংলা ১৪২৮ সাল: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কিছু কথা
https://parstoday.ir/bn/news/bangladesh-i90038-স্বাগত_বাংলা_১৪২৮_সাল_প্রত্যাশা_ও_প্রাপ্তি_নিয়ে_কিছু_কথা
সময়ের কোনদিন আরম্ভ হয়নি, শেষও হবে না। কাল অনন্ত এবং নিরবধি। সময়ের বুকে দাগ দেওয়া যায় না। মানুষ যেহেতু আয়ুর সীমায় বন্দী, তাই সময়ের মনগড়া হিসেব কষে মাস, বছর, শতাব্দীর মাপকাঠিতে সময়ের বিভাজন করে। বছর পরিবর্তনে নবযুগের আভাস দেখতে পায়।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
এপ্রিল ১৩, ২০২১ ১৭:৪৯ Asia/Dhaka
  • স্বাগত বাংলা ১৪২৮ সাল: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কিছু কথা

সময়ের কোনদিন আরম্ভ হয়নি, শেষও হবে না। কাল অনন্ত এবং নিরবধি। সময়ের বুকে দাগ দেওয়া যায় না। মানুষ যেহেতু আয়ুর সীমায় বন্দী, তাই সময়ের মনগড়া হিসেব কষে মাস, বছর, শতাব্দীর মাপকাঠিতে সময়ের বিভাজন করে। বছর পরিবর্তনে নবযুগের আভাস দেখতে পায়।

‘বলুন তো আজ বাংলা মাসের কত তারিখ?’- এ প্রশ্নে অনেক বঙ্গবাসীই থমকে দাঁড়াবেন। ‘ভেবে বলতে হবে’- এই উত্তর পাওয়া যেতে পারে। আসলে সময়ের বিভাজন বিভিন্ন। খ্রিষ্টাব্দ, শকাব্দ, হিজরি আরও কত সাল গণনার রীতি আছে!

বাংলা সালের ব্যাপারটি জটিল। মোগল বাদশাহ আকবরের সময় থেকে বাংলা সালের পত্তন হয়। হিজরী সালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলা সালের পঞ্জিকাকে গুরুত্ব দেন। পূজা পাঠ উৎসব বিবাহ উপনয়ন অন্নপ্রাসনে বাংলা সাল তারিখের আলাদা মর্যাদা। ২৫ বৈশাখ যখন চির নূতনেরে ডাক দেয় তখন ইংরেজি তারিখটি বাহুল্য বোধে মনে না রাখলেও চলে। আমাদের প্রাত্যহিক জীবনে ইংরেজি সাত তারিখের সমাদর যতই থাক, পার্বণ ও উৎসবের দিনে আমরা বাংলা সাল তারিখ এর কথাই ভাবি।

১৪২৭ বাংলা সাল অতিক্রান্ত, ১৪২৮ সাল আগত। একটি বছর খুব দীর্ঘ সময় না হলেও এর সময় একদম কম নয়। বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক জীবন ধারায়, বাঙালি ইতিহাসে, বাঙালি চিন্তা ও চেতনায় একটি বছরের পূর্তির ক্ষণটির বিশেষ তাৎপর্য আছে। বর্তমান বছরের অন্তিম লগ্নে এসে এ বছরে আমাদের চাওয়া পাওয়ার হিসাব মিলিয়ে নেওয়া যেতে পারে। আগামী বছরের কাছে আমাদের প্রত্যাশার কথা ভাবতে পারি।

কিন্তু হতাশার আঁধারেই নতুন বছরের সূর্য অস্তমিত হবে না। শ্রেণীহীন শোষণমুক্ত সমাজের স্বপ্ন সফল হবে হয়তোবা নতুন বছরের কোন একদিনে। ব্যর্থতার গ্লানি মুছে দেশ ও জাতির ঐক্য এবং প্রগতির শপথ গ্রহণ করবে। ১৪২৮ সাল সেই আশা ও আশ্বাসের কুঁড়ি ফুটে উঠুক। পাশাপাশি নতুন বছরে আমাদের অন্যতম প্রিয় দেশ ইরান মার্কিন ও পাশ্চাত্যের সমস্ত নিষেধাজ্ঞার বেড়াজাল ছিন্ন করে এক শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদের ওপর দাঁড়াক- এই কামনা ও প্রত্যাশা রেখে শেষ করছি।

 

ধন্যবাদান্তে

বিধান চন্দ্র সান্যাল

ঢাকা কলোনী, বালুরঘাট

দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।