করোনাভাইরাস: চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন আরও ৭ দিন বৃদ্ধি
বাংলাদেশে আমের জেলা বলে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে চালু হওয়া বিশেষ লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে।
আজ সোমবার (৩১ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তিনি বলেন, সোমবার (৩১ মে) রাত ১২টা থেকে ৭ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন থাকবে।’
জেলা প্রশাসক জানান, ‘এই সময়ে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। লকডাউন চলাকালে কোনো প্রকার যানবাহন পার্শবর্তী জেলা রাজশাহী বা নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। সাপ্তাহিক হাটসহ সব প্রকার দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার ও ফার্মেসি বন্ধ থাকবে, যদিও খোলা থাকে তাহলে ওই সব স্থানে ভিড় করা চলবে না। আড়ৎ ও বাগান থেকে স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় করা যাবে। এই সময়ে সবাইকে ব্যাধ্যমূলক মাস্ক পরতে হবে।’ শিল্পকারখানা খোলার বিষয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা চালু থাকবে। তবে শ্রমিকদের স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহণ ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে। জরুরি সব সেবা নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। হোটেল ও রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। তবে শুধু খাবার বিক্রয় করা যাবে। মসজিদে ২০ জন মুসল্লি নিয়ে নামাজ পড়া যাবে।’ এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির উজ-জামান, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, সহকারী কমিশনার রুহুল আমিন, চন্দনকর, রবিন মিয়া উপস্থিত ছিলেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো নমুনায় চাঁপাইনবাবগঞ্জের ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ৬৩টি নমুনার মধ্যে নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ জন ও শিবগঞ্জে ২ জন।
সোমবার (৩১ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস তথ্যটি নিশ্চিত করেছে। করোনা সনাক্তের হার গত বুধবার ৭৭ শতাংশ থাকলেও বৃহস্পতিবার ৩৪ শতাংশে নেমে আসে। শনিবার (২৯ মে) তা বেড়ে ৫৭ শতাংশ হয়েছে। রোববার (৩০ মে) রাতে পাওয়া প্রতিবেদনে তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশে। এ নিয়ে গত পাঁচ দিনের মধ্যে পাওয়া চার দিনের ফলাফলে মোট করোনা পজিটিভ হয়েছেন ২১৪ জন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে রোববার (৩০ মে) রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৮২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩২ জন। সদরে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৩০ মে পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ২০ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন রোগী ভর্তি হয়েছেন। রোববার রাত পর্যন্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩০২ জন।
জেলায় বর্তমানে ৬৬৯ জন পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩৬৮, শিবগঞ্জে ১২৮, গোমস্তাপুরে ৯০, নাচোলে ৭০ ও ভোলাহাটের ১৩ জন রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৯ জন এবং গত ২৪ ঘন্টায় কেউ সুস্থ হয়নি। ৭৫ জনের নমুনা পরীক্ষার পর তার ফলাফল পাওয়া যায়নি।
জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী গনমাধ্যমকে জানান, রোববার (৩০ মে) পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৩৬ জনের। তার মধ্যে নেগেটিভ এসেছে ৮ হাজার ৮৪১ জনের। জেলায় সংক্রমণের হার অত্যন্ত উদ্বেগজনক।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।