হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাব; মামলার প্রস্তুতি চলছে
https://parstoday.ir/bn/news/bangladesh-i95248
আওয়ামী লীগের রাজনীতিতে বিতর্কিত হয়ে সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় গতরাতে চার ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব। তাকে রাত সোয়া ১২টার দিকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ৩০, ২০২১ ১৮:২৭ Asia/Dhaka
  • হেলেনা জাহাঙ্গীর
    হেলেনা জাহাঙ্গীর

আওয়ামী লীগের রাজনীতিতে বিতর্কিত হয়ে সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় গতরাতে চার ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব। তাকে রাত সোয়া ১২টার দিকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

তল্লাশি অভিযানে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে কয়েক বোতল মদ, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, বন্য প্রাণীর চামড়া ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

হেলেনা জাহাঙ্গীর অনলাইন টেলিভিশন চ্যানেল জয়যাত্রা’র  প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা । সম্প্রতি ফেসবুকে “নেতা বানানোর”  ঘোষণা দিয়ে ছবি পোস্ট করে আলোচনা-সমালোচনার জন্ম দেন হেলেনা জাহাঙ্গীর। বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের ব্যানারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। কথিত এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়।

এ নিয়ে রাজনলৈতিক অঙ্গনে সমালোচনা ছড়িয়ে পরলে আওয়ামীলিগের পক্ষ থেকে জানানো হয় এ জাতীয় ভুঁইফোড় সংগঠনের সাথে দলের কোন সম্পর্ক নেই।

এর আগে গত রোববার (২৫ জুলাই)  হেলেনা জাহাঙ্গীরকে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,  তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হেলেনা জাহাঙ্গীকে আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য করা হয়েছিলেন গত ১৭ জানুয়ারি। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। স্থানীয় সংসদ সদস্য আবদুল মতিন খসরু মারা গেলে ওই আসনে মনোনয়নের জন্য দলীয় ফরম সংগ্রহ করেও শেষ পর্যন্ত দলীয়  মনোনয়ন পাননি।

এদিকে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মিরপুরে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশনের ভবনে অভিযান চালায় র‍্যাব।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এ এম আজাদ জানান, টিভি চ্যানেলটির অনুমোদন থাকার কোনো কাগজপত্র তাঁরা পাননি। এ নিয়ে আরও যাচাই–বাছাইয়ের কাজ চলছে।

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট বিভিন্ন আইনে মামলা করার প্রস্তুতি চলছে। #

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৩০