দিল্লি ও গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নবজাতকসহ ৪০ জনের প্রাণহানি, আটক ৩
(last modified Sun, 26 May 2024 07:00:58 GMT )
মে ২৬, ২০২৪ ১৩:০০ Asia/Dhaka
  • রাজকোটে উদ্ধারকাজ চলছে
    রাজকোটে উদ্ধারকাজ চলছে

ভারতের দিল্লি ও গুজরাটে আলাদা দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ নবজাতকসহ অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল (শনিবার) রাত ১১টা ৩২ মিনিটে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ১২ নবজাতককে উদ্ধার করে দ্রুত আরেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাত শিশু মারা যায়। বাকি ছয় শিশু হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

জ্বলছে শিশু হাসপাতাল

এছাড়া, গতকাল রাতে দিল্লির শাহদারা এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, গুজরাটের রাজকোটে টিআরপি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ৩৩ জন মারা গেছে। এ ঘটনায় শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে গেম জোনের মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, ম্যানেজার নিতিন জৈনসহ তিন জনকে। আইপিএস কর্মকর্তা সুবাষ ত্রিবেদীর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন (সিট) করা হয়েছে।

গেম জোনে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

রাজকোটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) বিনায়ক পটেল জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের দেহগুলি এমন ভাবে ঝলসে গেছে যে, শনাক্ত করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।  

গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে গুজরাটের রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, এসির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। তারপর দ্রুত তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। গেমিং জোনে মাত্র একটি এক্সিট গেট ছিল।

মৃতদের পরিবারপিছু ৪ লাখ টাকা এবং আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ