‘যুদ্ধ অব্যাহত থাকার অর্থই হচ্ছে আরো ইসরাইলি বন্দি হবে’
https://parstoday.ir/bn/news/event-i138102-যুদ্ধ_অব্যাহত_থাকার_অর্থই_হচ্ছে_আরো_ইসরাইলি_বন্দি_হবে’
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা বাসেম নাঈম বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ অব্যাহত থাকার অর্থই হচ্ছে আরো ইসরাইলি গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী হবে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
মে ২৯, ২০২৪ ১৫:২৭ Asia/Dhaka
  • বাসেম নাঈম
    বাসেম নাঈম

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা বাসেম নাঈম বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ অব্যাহত থাকার অর্থই হচ্ছে আরো ইসরাইলি গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী হবে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে গতকাল (মঙ্গলবার) দেয়া একান্ত সাক্ষাৎকারে বাসেম নাঈম একথা বলেন। ইহুদিবাদী ইসরাইলের চ্যানেল টুয়েলভ থেকে খবর দেয়া হয়েছে যে, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ইসরাইল। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হামাস নেতা বাসেম বলেন, "ইসরাইলি শব্দের মারপ্যাঁচ অগ্রহণযোগ্য, এটি শুরুতেই স্পষ্ট হওয়া উচিত যে, হামাসের দাবি হচ্ছে একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি।”

হামাসের এই নেতা জোর দিয়ে বলেন, যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের কিংবদন্তির পারফরমেন্সের ওপর নির্ভর করেই যুদ্ধবিরতির ব্যাপারে হামাস তার অবস্থান ঠিক করছে। তিনি বলেন, আগে হামাস যে প্রস্তাব গ্রহণ করেছিল তাতে ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছিল। 

নাঈম বাসেম বলেন, কেউ সম্প্রতি হামাসের সাথে যোগাযোগ করেনি এবং নতুন কোনো প্রস্তাবও দেয়া হয়নি। রাফাহ ক্রসিংয়ে ইসরাইলের দখলদারিত্ব বহাল রেখে হামাস ইসরাইলের সাথে নতুন কোনো আলোচনায় বসতেও আগ্রহী নয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমরা আলোচনার নতুন কোনো দরজা খুলতে আর প্রস্তুত নই, যে কৌশল গত কয়েক মাস ধরে যুদ্ধবাজ নেতানিয়াহু অনুসরণ করে আসছে। 

বাসেম নাঈম সুস্পষ্ট করে বলেন, আলোচনার নামে সময় ব্যয় করতে প্রস্তুত নয় হামাস বরং ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে বাঁচানোই এখন তাদের কাছে প্রাধান্য পাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।