কানাডাকে উপযুক্ত জবাব দেয়ার অধিকার ইরানের আছে: মুখপাত্র 
https://parstoday.ir/bn/news/event-i138816-কানাডাকে_উপযুক্ত_জবাব_দেয়ার_অধিকার_ইরানের_আছে_মুখপাত্র
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার যে ভুল ও বেআইনি পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার, তার উপযুক্ত জবাব দেয়ার অধিকার ইরানের আছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২০, ২০২৪ ১৬:২৫ Asia/Dhaka
  • কানাডাকে উপযুক্ত জবাব দেয়ার অধিকার ইরানের আছে: মুখপাত্র 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার যে ভুল ও বেআইনি পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার, তার উপযুক্ত জবাব দেয়ার অধিকার ইরানের আছে।

নাসের কানয়ানি আজ (বৃহস্পতিবার) কানাডার এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে ‘রাজনৈতিক, অপ্রচলিত এবং বুদ্ধিহীন’ পদক্ষেপ বলে উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে কানাডা সরকারের নিন্দনীয় পদক্ষেপ এই বাহিনীর বৈধতা এবং যুদ্ধ-ক্ষমতার ওপর প্রভাব ফেলবে না। 

তিনি বলেন, কানাডা সরকারের পদক্ষেপ ব্যর্থ হবে এবং অভিজাত এই বাহিনীর শক্তি বাড়ানোর ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি করতে পারবে না, কারণ এই বাহিনীর শিকড় ইরানের জনগণের হৃদয়ের প্রোথিত। কানাডার অবিবেচক সিদ্ধান্ত একটি শত্রুতামূলক পদক্ষেপ যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এছাড়া, কানাডার এই পদক্ষেপ ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের একটি উদাহরণ।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২০