লোহিত সাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নেয়ার ঘোষণা দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/event-i138908-লোহিত_সাগর_থেকে_বিমানবাহী_রণতরী_ফিরিয়ে_নেয়ার_ঘোষণা_দিল_আমেরিকা
গত আট মাস ধরে লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমন সময় এ ঘোষণা দেয়া হলো যখন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রণতরী লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৩, ২০২৪ ১০:১৩ Asia/Dhaka
  • ইউএসএস আইজেনহাওয়ার
    ইউএসএস আইজেনহাওয়ার

গত আট মাস ধরে লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমন সময় এ ঘোষণা দেয়া হলো যখন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রণতরী লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে।

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ইউএসএনআই নিউজ জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আইজেনহাওয়ার ও তার সঙ্গে থাকা সহযোগী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, “এসব জাহাজকে ঘরে ফিরিয়ে নেয়ার সময় হয়েছে।”

গত বছরের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগরে ইসরাইল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানো শুরু করলে ইউএসএস আইজেনহাওয়ারকে ওই সাগরে মোতায়েন করা হয়েছিল। ইউএসএনআই নিউজ দাবি করেছে, বিগত পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী রণতরী এক স্থানে এত দীর্ঘ সময় ধরে মোতায়েন রয়েছে।

এর আগে শনিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছিল, তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আইজেনহাওয়ারে হামলা চালিয়েছেন। গত মাসের শেষদিকে ও চলতি মাসের গোড়ার দিকে আরো দুইবার ইয়েমেনের হামলার শিকার হওয়ার পর রণতরীটিকে লোহিত সাগরের উত্তর অংশ সরিয়ে নেয়া হয়েছিল। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।