‘প্রতিরোধ ফ্রন্ট জবাব দেয়ার জন্য প্রস্তুত’
লেবাননে আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে ইসরাইল: ইরানি কমান্ডার
ইহুদিবাদী ইসরাইল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ তেল আবিবকে কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেয়দারি।
ইসরাইল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ-মাত্রার যুদ্ধ শুরু করার হুমকি দেয়ার পর জেনারেল হেয়দারি এ হুঁশিয়ারি দিলেন।
তিনি বলেন, গত ১৩ এপ্রিল ইরান ইসরাইলের বিরুদ্ধে ‘সত্য প্রতিশ্রুতি’ নামে যে অভিযান চালায় তাতে পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতি ও হিসাব-নিকাশ সম্পূর্ণ বদলে গেছে। তিনি বলেন, ওই অভিযানের ফলে বহু পুরনো সূত্র পরিবর্তিত হয়ে গেছে এবং এ অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি হয়েছে।
ইরানের এই শীর্ষস্থানীয় কমান্ডার বলেন, পশ্চিম এশিয়ার বিকাশমান শক্তি ইরান ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোটা বিশ্বকে নিজের সক্ষমতা জানান দিয়েছে।
ইহুদিবাদী ইসরাইল গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে বিমান হামলা চালিয়ে ইরানের দু’জন জেনারেলসহ সাত সামরিক উপদেষ্টাকে হত্যা করে।
এর জবাবে ১৩ এপ্রিল ইসরাইলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। সত্য প্রতিশ্রুতি নামক ওই অভিযানে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেসব খবর প্রকাশ করেনি তেল আবিব।
জেনারেল হায়দারি তার বক্তব্যে গাজা উপত্যকায় গত প্রায় নয় মাসের ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতি ইঙ্গিত করে বলেন, দখলদার সরকার গাজা নামক চোরাবালিতে আটকা পড়েছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল লেবাননের বিরুদ্ধে যে হুমকি দিয়েছে তা নতুন কিছু নয় তবে সে হুমকি বাস্তবায়ন করলে তেল আবিব নতুন কিছু দেখতে পাবে। #
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।