‘হিজবুল্লাহর সাথে ইসরাইলের সংঘাত আঞ্চলিক যুদ্ধ শুরু করতে পারে’
https://parstoday.ir/bn/news/event-i139012-হিজবুল্লাহর_সাথে_ইসরাইলের_সংঘাত_আঞ্চলিক_যুদ্ধ_শুরু_করতে_পারে’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরাইলের সংঘাত আঞ্চলিক যুদ্ধের কারণ হতে পারে। ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে গতকাল (মঙ্গলবার) পেন্টাগনে এক বৈঠকে একথা বলেন অস্টিন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৬, ২০২৪ ০৯:৩৭ Asia/Dhaka
  • লয়েড অস্টিন
    লয়েড অস্টিন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরাইলের সংঘাত আঞ্চলিক যুদ্ধের কারণ হতে পারে। ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে গতকাল (মঙ্গলবার) পেন্টাগনে এক বৈঠকে একথা বলেন অস্টিন। 

তিনি বলেন, “আরো উত্তেজনা বা সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য কূটনীতি হচ্ছে সবচেয়ে ভালো উপায়। হিজবুল্লাহর সাথে ইসরাইলের যুদ্ধ আরেকটি আঞ্চলিক যুদ্ধ ডেকে আনতে পারে যার পরিণতি হবে মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত ভয়াবহ।” 

লয়েড অস্টিন জানান, চলমান সংঘাতের কারণে লেবানন এবং ইসরাইলের যে সমস্ত মানুষ ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে তাদেরকে বসতবাড়িতে ফেরত আনার বিষয়ে জরুরিভিত্তিতে আমেরিকা কূটনৈতিক তৎপরতা শুরু করছে।

সম্প্রতি, ইহুদিবাদী ইসরাইল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে। এছাড়া, অবৈধ এই শক্তি গাজায় আট মাসের বেশি সময় ধরে বর্বর আগ্রাসন চালিয়ে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনিকে শহীদ করেছে। এরপরও যুদ্ধ শুরুর বিষয়ে লেবানন উসকানি দিচ্ছে বলে লয়েড অস্টিন দাবি করেন। চলমান গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক বিষয়ে আমেরিকা বরাবরই ইসরাইলের পক্ষ নিয়ে কাজ করে অথচ নিজেকে নিরপেক্ষ দাবী করে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।