ওমানে আশুরার অনুষ্ঠান চলাকালে মসজিদের কাছে গুলি: নিহত ৪
https://parstoday.ir/bn/news/event-i139680-ওমানে_আশুরার_অনুষ্ঠান_চলাকালে_মসজিদের_কাছে_গুলি_নিহত_৪
ওমানের রাজধানী মাস্কাটে শিয়া মুসলমানদের একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতি ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতবার্ষিকী স্মরণে গতরাতে শোকানুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১৬, ২০২৪ ১৯:০৭ Asia/Dhaka
  • ওমানে আশুরার অনুষ্ঠান চলাকালে মসজিদের কাছে গুলি: নিহত ৪

ওমানের রাজধানী মাস্কাটে শিয়া মুসলমানদের একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতি ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতবার্ষিকী স্মরণে গতরাতে শোকানুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।

রয়্যাল ওমান পুলিশ গতকাল (মঙ্গলবার) একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, মাস্কাটের আল-ওয়াদি আল-কবির এলাকায় ইমাম আলী বিন আবি তালিব মসজিদের আশেপাশে ঘটনাটি ঘটেছে। হতাহতদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক।  

গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে মাস্কাটের ইমাম আলী মসজিদের কাছে লোকজনকে দৌড়ে পালাতে ও মসজিদের একটি মিনার দেখা গেছে এবং গুলির শব্দ শোনা গেছে। হামলারর পর ইমাম আলী মসজিদের ওই এলাকা পুলিশ ঘেরাও করে রেখেছে। সাংবাদিকদের মসজিদটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাস্কাটের ওয়াদি আল-কবির এলাকায় ‘সন্ত্রাসী হামলায়’ চার পাকিস্তানি নাগরিক নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- গুলাম আব্বাস, হাসান আব্বাস, সাইয়্যেদ কাইসার আব্বাস ও সুলাইমান নাওয়াজ।

গুলি চালানোর পরে মাস্কাটে নিযুক্ত মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে এবং মঙ্গলবার সমস্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে।

আঞ্চলিক বিভিন্ন সংঘাতে নিয়মিত মধ্যস্থতাকারী ভূমিকা পালনকারী ওমানে এ ধরনের হামলার ঘটনা বিরল। দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানসহ বিভিন্ন সময় বিভিন্ন বিরোধে মধ্যস্থতা করেছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬