বাংলাদেশে সহিংসতা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি ড. ইউনূসের জরুরি আহ্বান
(last modified Mon, 22 Jul 2024 06:31:57 GMT )
জুলাই ২২, ২০২৪ ১২:৩১ Asia/Dhaka
  • বাংলাদেশে সহিংসতা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি ড. ইউনূসের জরুরি আহ্বান

বাংলাদেশের গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে এবং চলমান হত্যাকাণ্ড বন্ধ ও দোষীদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। চলমান ছাত্র আন্দোলনে ছাত্রলীগ, পুলিশ এবং বিজিবি’র গুলিতে এ পর্যন্ত দুই শতাধিক নিহত এবং ৭০০-এর মতো আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।

গতকাল এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশি ছাত্র ও অন্যান্য নাগরিকদের দেশব্যাপী হত্যায় এবং রোববার ২২ জুলাই পর্যন্ত তিনদিনের চলমান কারফিউয়ে বাংলাদেশ এমন এক সংকটে নিমজ্জিত হয়েছে যা দিন দিনে অবনতির দিকে যাচ্ছে। পুলিশ এবং বর্ডার গার্ডের (বিজিবি) আক্রমণ শিকার হয়ে ২০০ জনেরও বেশি নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হতাহতদের মধ্যে হাইস্কুলের শিক্ষার্থীরাও রয়েছে। এ অবস্থায় বিশ্ব নেতৃবৃন্দ এবং জাতিসংঘসহ অন্যরা যেন প্রতিবাদের অধিকারের বিরুদ্ধে সহিংসতা এবং যারা নিহত হয়েছেন তাদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতে নিজেদের ক্ষমতা অনুযায়ী পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসেন।”

বিবৃতিতে ড. ইউনুস বলেন, “বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, এজন্য আমার এই আবেদন দেশের নাগরিক বা বিশ্ব নেতাদের কাছে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। এজন্যই এ বিষয়ে স্বোচ্চার হওয়ার জন্য আমি বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসংঘের কাছে আবদেন জানাচ্ছি।”

তিনি বলেন, “অপ্রয়োজনীয় এই হত্যাযজ্ঞের অবসান ঘটাতে আমি সারা বিশ্বে আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা সবাই স্বনির্ভর, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার কাজে ফিরে যেতে চাই। এটাই আমাদের স্বপ্ন।”

পার্সটুডে/এমএআর/জিএআর/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

ট্যাগ