শিগগিরই ঘোষণা করা হবে ফলাফল
ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত নির্বাচনের পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের নয়া পলিটব্যুরো প্রধান নির্বাচন করার জন্য নিজেদের মধ্যে শলাপরামর্শ শুরু করেছে।
হামাস গতকাল (রোববার) এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, শহীদ নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত নির্বাচন করার জন্য ‘বিস্তৃত পরামর্শ প্রক্রিয়া’ শুরু করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া ছিল ইসমাইল হানিয়ার মূল দায়িত্ব।
বিবৃতিতে বলা হয়, “আমাদের নেতার শাহাদাতের পর, আন্দোলনের নেতৃবৃন্দ একজন নতুন প্রধান নির্বাচনের জন্য একটি বিস্তৃত পরামর্শ প্রক্রিয়া শুরু করেছেন।”
প্রতিরোধ সংগঠনটি বলেছে, হানিয়ার হত্যাকাণ্ড হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধকে কেবল শক্তিশালী করবে এবং তার পথ ও পন্থা চালিয়ে যাওয়ার জন্য হামাস আরও দৃঢ়প্রতিজ্ঞ হবে। পরামর্শ প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই এর ফলাফল ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ইরানের রাজধানী তেহরান সফরে এসে হামাস নেতা হানিয়া ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হওয়ার চারদিন পর হামাসের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।
গত বুধবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরাইলি হামলায় ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষী ওয়অসিম আবু শাবান শাহাদাতবরণ করেন। হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে ইরান সফরে এসেছিলেন। ইসমাইল হানিয়াকে হত্যা করার কারণে ইহুদিবাদী ইসরাইলকে ‘কঠোর শাস্তি’ দেয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। #
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।