বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
https://parstoday.ir/bn/news/event-i141144-বাংলাদেশ_ও_পাকিস্তানের_মধ্যে_পারস্পরিক_সম্পর্ক_বৃদ্ধির_ওপর_গুরুত্বারোপ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তারা পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ৩০, ২০২৪ ১৫:৫১ Asia/Dhaka
  • ড. মুহাম্মদ ইউনূস ও শাহবাজ শরিফ
    ড. মুহাম্মদ ইউনূস ও শাহবাজ শরিফ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তারা পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

শাহবাজ শরিফ আজ (শুক্রবার) টেলিফোনে এই শুভেচ্ছা জানান বলে পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, টেলিফোন সংলাপে দুই নেতা একমত হন যে, বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্রভিত্তিক পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মতো প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।  

শাহবাজ শরিফ বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বি-পক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে শাহবাজ শরিফ বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করার জন্য গভীর ইচ্ছা প্রকাশ করেন।

এসময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে সার্ককে একটি শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসেবে পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নিয়মিত সার্ক সম্মেলন আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সার্ক রাষ্ট্রের প্রধানদের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠকের আয়োজনের ওপর জোর দেন।

শাহবাজ শরিফও সার্ক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০