ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে নাত ও মিলাদ মাহফিল 'দাওয়াত-এ ইশক' অনুষ্ঠিত
(last modified Mon, 16 Sep 2024 09:46:49 GMT )
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১৫:৪৬ Asia/Dhaka
  • ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে  নাত ও মিলাদ মাহফিল 'দাওয়াত-এ ইশক' অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নাত ও মিলাদের মাহফিল 'দাওয়াত-এ ইশক'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গতকাল (রোববার) সন্ধ্যা সাতটায় ওই অনুষ্ঠানের আয়োজন করেন। 

অনুষ্ঠানের উপস্থাপনা বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত।

অনুষ্ঠানে নাতে রাসূল পাঠ করেন ‘কাসিদা শরীফ’, ‘আনজুমান’সহ কয়েকটি শিল্পী গোষ্ঠীর সদস্যরা। অঝর ধারার বৃষ্টি্কে উপেক্ষা করে অসংখ্য শিক্ষার্থী নাতে রাসূল শুনতে আসেন। অবিরাম বৃষ্টি তাদের ইশকে রাসূলকে দমন করতে পারেনি। নবীর প্রশংসাসূচক নাত শুনে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।  

অনুষ্ঠানের প্রথম পর্বে নাতে রসূল অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে বিশেষ আলোচনা এবং মিলাদ শরীফ ও মুনাজাতের আয়োজন করা হয়।  আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন মুহম্মমদীয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্রের বিশিষ্ট গবেষক মুহম্মদ ফজলুল হক।

মুনাজাত শেষে শিক্ষার্থীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। আয়োজক কমিটির সদস্য মুহম্মদ ইয়াকুব মজুমদার জানিয়েছেন, অনুষ্ঠান উপলক্ষে তারা প্রায় ৫ হাজার লোকের তাবারুকের আয়োজন করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ