'অধিকৃত অঞ্চলে শাহাদাৎ পিয়াসী অভিযানের বন্যা বয়ে দেয়া হবে'
https://parstoday.ir/bn/news/event-i141812-'অধিকৃত_অঞ্চলে_শাহাদাৎ_পিয়াসী_অভিযানের_বন্যা_বয়ে_দেয়া_হবে'
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল-কাসাম ব্রিগেডস এক ভিডিও বার্তায় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় 'রক্তের নদী' ইসরাইলের বিরুদ্ধে 'শহীদি অভিযানের বন্যার সঙ্গে মিলিত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১৮:১২ Asia/Dhaka
  • 'অধিকৃত অঞ্চলে শাহাদাৎ পিয়াসী অভিযানের বন্যা বয়ে দেয়া হবে'

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল-কাসাম ব্রিগেডস এক ভিডিও বার্তায় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় 'রক্তের নদী' ইসরাইলের বিরুদ্ধে 'শহীদি অভিযানের বন্যার সঙ্গে মিলিত হবে।

গত বছরের অক্টোবরে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইসরাইলের বিরুদ্ধে হামাস যে ঐতিহাসিক আল-আকসা ঝড় অভিযান শুরু করেছিল তা স্মরণ করে ব্রিগেডস এই বিবৃতি দিল।

"আপনি এমন আগুন জ্বালিয়েছেন যা কখনই নিভবে হবে না যতক্ষণ না আমরা আমাদের বাড়ি এবং জমি থেকে আপনাদেরকে বিতাড়িত করছি... আমরা আপনাদের জন্য নিশ্চিত মৃত্যু প্রস্তুত করেছি। আপনি যে আগুন জ্বালিয়েছেন তা আপনাকে পুড়াবে এবং আপনার, আপনার বসতি স্থাপনকারীদের এবং আপনার সেনাবাহিনীর জন্য অভিশাপ বয়ে আনবে,” দখলকারী ইসরাইলি শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে একজন প্রতিরোধ যোদ্ধা জোর দিয়ে এসব কথা বলেন।

সেই যোদ্ধা সতর্ক করে দিয়ে আরো বলেন, 'এবং আমরা অপরাধী শত্রুকে হুঁশিয়ারি দিয়ে বলছি যে গাজার আমাদের পরিবার এবং জনগণের বিরুদ্ধে প্রতিদিন আগ্রাসনের রক্ত ​​ও প্রতিশোধের মূল্য দ্বিগুণ হবে। রক্তের বিনিময়ে রক্ত ​​ছাড়া কিছুই হবে না। আমাদের বন্দিদের বেদনা বিশেষ করে অত্যাচারের কারাগারে আমাদের মহিলা বন্দিদের দুর্দশার জন্য তাদের কাছ থেকে অবশ্যই জবাবদিহীতা আদায় করা হবে।'  

হামাস যোদ্ধা ভিডিও বার্তা আরো বলেন,  'এবং আমরা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড অত্যাচারী শত্রুকে বলছি যে গাজার ভূমিতে যে রক্তের নদী বয়ে যাচ্ছে তা ইসরাইলে শাহাদাত পিয়াসী অভিযান বন্যার সঙ্গে মিলিত হবে যার ফলে নিজেদের ঘরেই পরিস্থিতি পুরোপুরি উল্টে যাবে। এটি প্রকৃতপক্ষে বিজয় অথবা শাহাদাতের যুদ্ধ,"

পার্সটুডে/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।