প্রতিরোধ ফ্রন্টের চূড়ান্ত বিজয়ের জন্য যে আমল করতে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা
(last modified Sat, 23 Nov 2024 08:23:18 GMT )
নভেম্বর ২৩, ২০২৪ ১৪:২৩ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শ বর্ণনা করছেন আলী আকবারি
    ইরানের সর্বোচ্চ নেতার পরামর্শ বর্ণনা করছেন আলী আকবারি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট যাতে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে সে লক্ষ্যে পবিত্র কুরআনের সূরা ফাতহ, সহিফায়ে সাজ্জাদিয়ার ১৪ নম্বর দোয়া এবং দোয়ায়ে তাওয়াস্সুল পড়ার পরামর্শ দিয়েছেন।  

সম্প্রতি (১৮ নভেম্বর, ২০২৪) ইরানের শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মাজারের পাশে এক যুবসমাবেশে এ তথ্য জানিয়েছেন হুজ্জাতুল ইসলাম জাওয়াদ হাজ আলী আকবারি। ইরানের সর্বোচ্চ নেতার এ সংক্রান্ত পরামর্শ তুলে ধরতে গিয়ে এই আলেম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর শুকরিয়া ইসলামের ফ্রন্ট এবং প্রতিরোধের ফ্রন্ট বর্তমানে যে সাফল্য ও বিজয় পাচ্ছে তা নজিরবিহীন। এর আগে কুফরি ও সাম্রাজ্যবাদী ফ্রন্ট, বিশ্বগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পাগলা কুকুর ইহুদিবাদী ইসরাইল এত বেশি অপমান ও অপদস্থের শিকার হয়নি।  বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, আমাদের প্রিয় শহীদ কাসেম সোলাইমানি, প্রতিরোধ ফ্রন্টের শহীদ  সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া সিনওয়ার- এরা সবাই আমাদের জন্য মহান বিজয়ের সুসংবাদ বয়ে আনছেন, ইনশাআল্লাহ।

তিনি বলেন, সর্বত্র প্রতিরোধ ফ্রন্টের বিজয় বিশেষ করে ফিলিস্তিন, গাজা এবং লেবাননে প্রতিরোধ সংগ্রামীদের বৃহত্তর বিজয় অর্জনের জন্য কী ধরণের আমল করা উচিৎ সে সম্পর্কে সর্বোচ্চ নেতার কাছে প্রশ্ন উত্থাপিত হয়েছিল। আমি এ বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, এ সংক্রান্ত আমলের বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার মতামত হলো:

পবিত্র কুরআনের সূরা আল ফাতহ  পড়তে হবে, এতে আল্লাহতায়ালার পক্ষ থেকে বিজয়, সাহায্য ও মুক্তির সুসংবাদ রয়েছে।

দোয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার পরামর্শ হলো, সহিফায়ে সাজ্জাদিয়ার চতুর্দশ দোয়াটি পড়া। এটি চলমান ভয়াবহ জুলুম-নির্যাতনের মোকাবেলায় আল্লাহর সাহায্য প্রার্থনা। এই দোয়ার একাংশে নাম উল্লেখ করা হয়। যে অংশটায় বলা হয় অমুকের সন্তান অমুক, সেখানে ব্যক্তির নাম বলার পরিবর্তে ইনশাআল্লাহ আপনারা ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা এবং এ ধরণের নাম উচ্চারণ করবেন। এটি একটি উচুমানের চমৎকার অর্থপূর্ণ দোয়া। এখানে জালিমের অনিষ্ট থেকে সর্বশক্তিমান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়। মজলুমদের সাহায্যের প্রতিশ্রুতিদাতা আল্লাহর কাছে প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশা করা হয় এই দোয়ায়। এছাড়া, দোয়ায়ে তাওয়াস্সুল পড়ার পরামর্শ দিয়েছেন সর্বোচ্চ নেতা।  এই দোয়ায় সর্বশক্তিমান আল্লাহর সামনে আহলে বাইতের পবিত্র সদস্যদের স্মরণ করে তাদের বিশুদ্ধ আত্মার সমর্থন চাওয়া হয়। তাদের নামের কল্যাণে এবং তাদের সম্মানিত অস্তিত্ব ও মহিমার কারণে মহানুভব আল্লাহ মুসলিম উম্মাহ ও প্রতিরোধ ফ্রন্টকে আরও বেশি সাহায্য ও বিজয় দান করবেন ইনশাআল্লাহ।

ইরানের বিশিষ্ট আলেম যুবকদের ঐ সমাবেশে বলেন, সর্বোচ্চ নেতার কাছে উত্থাপিত প্রশ্নের উত্তরটি মহান শহীদ কাসেম সোলেইমানির কবরের পাশে দাঁড়িয়ে পেশ করলাম। ইনশাআল্লাহ তা কল্যাণের উৎস হবে। সব সময় উদ্যোগ, পদক্ষেপ ও কাজের পাশাপাশি দোয়া হচ্ছে চালিকা শক্তি। পবিত্র কুরআন, আল্লাহর ওহি এবং সেইসাথে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)'র আহলে বাইতের ওপর তাওয়াস্সুল করার মাধ্যমে সব সময়ের মতো কাজ সহজতর হয়ে উঠবে এবং বড় অগ্রগতি ও বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ। ওয়াস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।#

পার্সটুডে/এসএ/২৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।