চিফ অব স্টাফের ঘোষণা
ইসরাইলকে 'কল্পনার বাইরে' জবাব দেয়ার পরিকল্পনা করছে ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ঘোষণা করেছেন, সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তার দেশের প্রতিক্রিয়া হবে ইহুদিবাদী ইসরাইলি শাসকদের কল্পনার বাইরে।
আজ (মঙ্গলবার) তেহরানে সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথে বৈঠকের সময় তিনি একথা বলেছেন। ইরান কখনই তার সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন বরদাশত করবে না বলেও তিনি উল্লেখ করেন।
জেনারেল বাকেরি বলেন, ইহুদিবাদী ইসরাইল আজকাল গাজা এবং দক্ষিণ লেবানন- দুই অঞ্চলেই চরম বেপরোয়া হয়ে উঠেছে। তবে আগ্রাসন ও গণহত্যা সত্ত্বেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি।
আঞ্চলিক নিরাপত্তাকে ব্যাহত করার লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইলের মারাত্মক অপরাধ সত্ত্বেও কথিত মানবাধিকারের ধ্বজাধারীরা যে নীরবতা অবলম্বন করেছে এবং অপরাধী আমেরিকা ও তার তার মিত্ররা যে ব্যাপক সমর্থন দিয়ে চলেছে তার নিন্দা করেন জেনারেল বাকেরি।
তিনি বলেন, লেবাননে আগ্রাসন চালানোর মূল লক্ষ্য ছিল উত্তর ইসরাইলে নিরাপত্তা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা, কিন্তু ইহুদিবাদীরা এখন হাইফা ও তেল আবিবের প্রধান শহরগুলোতে ব্যাপক নিরাপত্তাহীনতার মুখে পড়েছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৬