‘ইরান ও তুরস্ক শুধু সিরিয়া ইসুতে নয়, আঞ্চলিক অনেক বিষয়ে একমত’
(last modified Fri, 06 Dec 2024 08:37:33 GMT )
ডিসেম্বর ০৬, ২০২৪ ১৪:৩৭ Asia/Dhaka
  • ‘ইরান ও তুরস্ক শুধু সিরিয়া ইসুতে নয়, আঞ্চলিক অনেক বিষয়ে একমত’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান ও তুরস্ক শুধুমাত্র সিরিয়া ইসুতে নয় বরং আঞ্চলিক অনেক বিষয়ে একমত। তিনি বললেন, দুদেশের মধ্যে যে সমস্ত বিষয়ে মতপার্থক্য রয়েছে তা স্বাভাবিক ব্যাপার। 

আল -আরাবি আল-জাদিদ পত্রিকাকে গতকাল (বৃহস্পতিবার) দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি এসব কথা বলেন। তিনি তুরস্কে তার সাম্প্রতিক সফর সম্পর্কে বলেন, “এই সফরে আমরা দুটো ভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। যেখানে আমাদের ঐকমত্য রয়েছে সেখানে আমরা সহযোগিতা করব আর যেখানে ভিন্নমত রয়েছে আমরা সংলাপের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করব। যদি ভিন্নমত নিরসন সম্ভব না হয় তাহলে আমরা চূড়ান্তভাবে এই সমঝোতায় পৌঁছাব যেন ভুলবোঝাবুঝি এড়িয়ে চলা যায়।” 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর যেসব দেশের প্রভাব রয়েছে অথবা তাদের বৈধ ও অভিন্ন স্বার্থ রয়েছে অথবা অভিন্ন উদ্বেগ আছে- এরকম দেশগুলোর সাথে আমরা আলোচনা অব্যাহত রাখব। 

আব্বাস আরাকচি উল্লেখ করেন- মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যকে একটি দৃষ্টিভঙ্গিতে আসতে হবে, বিশেষ করে সন্ত্রাসবাদ ও ইহুদিবাদী ইসরাইলের তৎপরতা মোকাবেলার ক্ষেত্রে এই ঐকমত্য অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের কারণে এ অঞ্চলের সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/এসআইবিজিএআর//৬