আগ্রাসন মোকাবেলায় সিরিয়ার পাশে দাঁড়াবে হিজবুল্লাহ 
(last modified Fri, 06 Dec 2024 08:36:49 GMT )
ডিসেম্বর ০৬, ২০২৪ ১৪:৩৬ Asia/Dhaka
  • আগ্রাসন মোকাবেলায় সিরিয়ার পাশে দাঁড়াবে হিজবুল্লাহ 

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, মার্কিন সমর্থিত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রতি সিরিয়ায় যে বর্বরতা শুরু করেছে তার বিরুদ্ধে দামেস্ক সরকারকে অব্যাহতভাবে সমর্থন দেবে হিজবুল্লাহ। 

তিনি বলেন, মার্কিন ও ইসরাইলি সমর্থনে সিরিয়ার ওপর সন্ত্রাসীদের এই আগ্রাসন চলছে এবং ২০১১ সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সব সময় তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। গাজা ও লেবাননে তারা ব্যর্থ হওয়ার পর এখন সিরিয়ায় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। 

শেখ নাঈম কাসেম বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি সমর্থন দেয়ার কারণে সিরিয়ার সরকারকে উৎখাত ও দেশটিতে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে সন্ত্রাসীরা। কিন্তু গত কয়েকদিনে তারা যা করেছে তার ভেতর দিয়ে লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। 

হিজবুল্লাহ মহাসচিব সুস্পষ্টভাবে বলেন, “আমরা হিজবুল্লাহ হিসেবে সিরিয়া সরকারের পাশে থাকব এবং আগ্রাসীদের লক্ষ্য অর্জন ব্যর্থ করার জন্য আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সবই করব।”

গাজা এবং লেবাননে আগ্রাসনের সময় নিশ্চুপ থাকা আরব দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ নাঈম কাসেম বলেন, “ইসরাইলের প্রতিটি অর্জন আপনাদের জন্য ক্ষতির কারণ এবং সে ক্ষতি শুধু ফিলিস্তিন, সিরিয়া এবং লেবাননের জন্য নয়। আমরা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের খুবই বিপজ্জনক সম্প্রসারণবাদী প্রকল্প দেখতে পাচ্ছি।”#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।