সিরিয়ার ঘটনাপ্রবাহকে গাজা ও লেবানন থেকে আলাদা করার সুযোগ নেই
https://parstoday.ir/bn/news/event-i144600-সিরিয়ার_ঘটনাপ্রবাহকে_গাজা_ও_লেবানন_থেকে_আলাদা_করার_সুযোগ_নেই
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি বলেছেন, সিরিয়ায় বর্তমানে যা কিছু ঘটছে তাকে গাজা ও লেবানন পরিস্থিতি থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। তিনি গতকাল (শুক্রবার) বাগদাদ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৪ ০৯:৫৮ Asia/Dhaka
  • সিরিয়ার ঘটনাপ্রবাহকে গাজা ও লেবানন থেকে আলাদা করার সুযোগ নেই

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি বলেছেন, সিরিয়ায় বর্তমানে যা কিছু ঘটছে তাকে গাজা ও লেবানন পরিস্থিতি থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। তিনি গতকাল (শুক্রবার) বাগদাদ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

বৈঠকে সুদানি ও আরাকচি পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি বিশেষ করে সিরিয়ার চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

ইরাকের প্রধানমন্ত্রী বলেন, “গাজা ও লেবাননে আমরা যা কিছু দেখেছি তা থেকে সিরিয়ার চলমান ঘটনাপ্রবাহকে আলাদা করার সুযোগ নেই। এসব ঘটনাবলী গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপদাপন্ন করে তুলেছে।”

ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে বৈঠকে সিরিয়ার চলমান পরিস্থিতির ব্যাপারে বাগদাদের অবস্থান তুলে ধরে শিয়া আল-সুদানি। তিনি বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার ব্যাপারে বাগদাদের আগের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

সিরিয়ার উত্তরাঞ্চলে গত এক সপ্তাহ ধরে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব চলছে। বিষয়টি নিয়ে আঞ্চলিক দেশগুলোর নেতাদের সঙ্গে জরুরি আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি গত কয়েকদিনে সিরিয়া, তুরস্ক ও ইরাক সফর করেছেন।

হায়াত তাহরির আশ-শামের জঙ্গিরা গত সপ্তাহে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় ধরনের হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে নেয়। তখন থেকে হাতছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধারে জঙ্গিদের বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। দামেস্ক বলেছে, এ কাজে তাদেরকে সহযোগিতা করছে রাশিয়াসহ অন্যান্য মিত্র দেশ।

২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে যে সহিংসতা চাপিয়ে দেয়া হয় তা প্রায় এক দশকের মাথায় পরাভূত করা হয় এবং এ কাজে দামস্ককে সহযোগিতা করে তেহরান ও মস্কো। সিরিয়ার জঙ্গিদেরকে দামেস্কের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার পেছনে ইহুদিবাদী ইসরাইল ও তার ঘোষিত ও অঘোষিত আঞ্চলিক মিত্ররা সক্রিয় ভূমিকা পালন করছে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।