সেনাবাহিনীকে জাবাল আশ-শেইখে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে: ইসরাইল কাতজ
https://parstoday.ir/bn/news/event-i144808
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী সিরিয়ার জাবাল আশ-শেইখ বা হারমন মাউন্টেইনের কৌশলগত চূড়া দখলকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। সেনাবাহিনীকে ওই চূড়ায় অবস্থানের দিক-নির্দেশনা দিতে গিয়ে এক বিবৃতিতে ইসরাইল কাতজ আজ (শুক্রবার) এ কথা বলেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২৪ ১৫:০৪ Asia/Dhaka
  • ইসরাইল কাতজ
    ইসরাইল কাতজ

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী সিরিয়ার জাবাল আশ-শেইখ বা হারমন মাউন্টেইনের কৌশলগত চূড়া দখলকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। সেনাবাহিনীকে ওই চূড়ায় অবস্থানের দিক-নির্দেশনা দিতে গিয়ে এক বিবৃতিতে ইসরাইল কাতজ আজ (শুক্রবার) এ কথা বলেন।

ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ওই বিবৃতিতে দাবি করেছেন: "নেতানিয়াহু এবং আমি গোলান হাইটস পরিদর্শন করেছি এবং সিরিয়ার হারমন পর্বতের চূড়াগুলো দেখেছি, যে চূড়াগুলো ৫১ বছর পর আমাদের নিয়ন্ত্রণে ফিরে এসেছে।"

ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে, ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী আরও বলেছেন: আমি ইসরাইলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি পুরো শীতকালজুড়ে হারমন পর্বতের চূড়ায় অবস্থান করার জন্য জন্য প্রস্তুতি নিতে।

এই ইহুদিবাদী কর্মকর্তা আরও বলেছেন: সিরিয়ায় যেসব ঘটনা ঘটছে তার মধ্যে, মাউন্ট হারমনের ওপর আমাদের নিয়ন্ত্রণ অত্যন্ত নিরাপত্তাগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।