গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল
(last modified Wed, 15 Jan 2025 05:29:28 GMT )
জানুয়ারি ১৫, ২০২৫ ১১:২৯ Asia/Dhaka
  • গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা আরো একজন সাংবাদিককে হত্যা করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বর আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের হাতে ২০৪ জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হলেন।

গাজার গণমাধ্যম কার্যালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, গাজা শহরের শেখ রেদোয়ান এলাকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় আহত হওয়া সাংবাদিক মোহাম্মদ আল-তালমাস শাহাদাতবরণ করেছেন। তিনি বার্তা সংস্থার সাফায় কাজ করতেন। 

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আন্তর্জাতিক ফেডারেশন অফ জার্নালিস্ট, ফেডারেশন অফ আরব জার্নালিস্ট এবং বিশ্বের অন্য সমস্ত সাংবাদিক সংস্থাকে ইহুদিবাদী ইসরাইলের এই ধারাবাহিক অপরাধজ্ঞের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি।”

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের অত্যাচার, নিপীড়ন এবং হত্যাযজ্ঞের মুখে গণমাধ্যমের স্বাধীনতা যাতে টিকিয়ে রাখা যায় সেজন্য আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর প্রতি এই বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। 

গাজার গণমাধ্যম কার্যালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে যে হত্যা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সম্পূর্ণভাবে দায়ী।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।