অন্তত ১০ জন শহীদ ও ২৫ জন আহত
যুদ্ধ-বিরতি সমঝোতা সত্ত্বেও ইসরাইলি গণহত্যা অব্যাহত
-
খান ইউনুসের ইউরোপীয় হাসপাতালে ইসরাইলি হামলায় হতাহত কয়েকজন ফিলিস্তিনি
ইহুদিবাদী ইসরাইল গাজায় যুদ্ধ-বিরতি সমঝোতা সত্ত্বেও গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে। যুদ্ধ-বিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই ইসরাইলি হামলায় আজ (রোববার) অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ ও ২৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
কাতারের আলজাজিরা টেলিভিশন জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা ঘটেছে গাজার বাইত হানুন ও সুজাইয়্যা অঞ্চলে। শহীদদের সংখ্যা ১৩ জন বলে কোনো কোনো সূত্র জানিয়েছে।
হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ-বিরতির সমঝোতা অনুযায়ী আজ গাজার স্থানীয় সময় সকাল আটটা ত্রিশ মিনিট থেকে যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এই চুক্তি বা সমঝোতা অনুযায়ী হামাস ৩৩ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দিবে ও বিনিময়ে ইসরাইল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিবে। যুদ্ধ-বিরতির প্রথম পর্যায় ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হবে বলে সমঝোতা হয়। এই সমঝোতা অনুযায়ী গাজার আবাসিক অঞ্চলগুলো থেকে সরিয়ে নেয়া হবে ইসরাইলি সেনা এবং সেখানে আন্তর্জাতিক মানবিক ত্রাণ সরবরাহেরও সুযোগ দেয়া হবে।
এদিকে ইসরাইল দাবি করেছে যুদ্ধ-বিরতির শর্ত অনুযায়ী হামাস এখনও ইসরাইলি যুদ্ধ-বন্দীদের তালিকা না দেয়ায় তারা গাজায় হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে হামাস তিন নারী ইসরাইলি যুদ্ধবন্দিকে আজ মুক্তি দিবে বলে ঘোষণা করেছে। এই তিন নারীর নাম প্রকাশের পর স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে ইসরাইলি হামলা বন্ধ হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ যুদ্ধ-বিরতি কার্যকর হওয়ার নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর এই বিরতি কার্যকর হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।