গাজাবাসীকে অভিনন্দন জানালেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র
(last modified Tue, 28 Jan 2025 08:35:51 GMT )
জানুয়ারি ২৮, ২০২৫ ১৪:৩৫ Asia/Dhaka
  • হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম
    হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সকল ফিলিস্তিনি শরণার্থী যেদিন তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তন করতে পারবে সেদিনই কেবল ফিলিস্তিনে পরিপূর্ণ শান্তি ফিরে আসবে।

গতকাল (সোমবার) বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এবং ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের আনন্দ নিয়ে অন্তত তিন লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় তাদের ঘরবাড়িতে ফিরে আসেন। ভূমধ্যসাগর উপকূলবর্তী আর-রশিদ সড়ক ধরে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে আসা এবং বিছিন্ন হয়ে পড়া ফিলিস্তিনি পরিবারগুলোর পুনর্মিলনের আনন্দঘন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ভাইরাল হয়।

গাজাবাসীর সে আনন্দের প্রতি ইঙ্গিত করে হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেন, গাজাবাসী যেমন ১৫ মাস পর তাদের ঘরবাড়িতে ফিরতে পেরেছেন তেমনি বিগত সাত দশক ধরে যেসব ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রের বিস্তৃতি ঘটানো হয়েছে তাদের সবাইকে ফিরে আসতে দিতে হবে। আর তাহলেই পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত শান্তি ফিরে আসবে।

তিনি গাজাবাসী ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের অটল ও অবিচল অবস্থানের কারণে তাদেরকে গাজা থেকে বহিষ্কার করার ইসরাইলি ও মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইয়েমেনের সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করে মোহাম্মাদ আব্দুস সালাম।#

 পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।