পাকিস্তানের বেলুচিস্তানে রাতভর সংঘর্ষে ১৮ সেনাসহ নিহত ৪১
https://parstoday.ir/bn/news/event-i146558
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত ২৪ ঘণ্টায় আলাদা সংঘর্ষে ১৮ সেনা ও ২৩ সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১৯:০৫ Asia/Dhaka
  • নিহত সেনাদের কফিন (ফাইল ফটো)
    নিহত সেনাদের কফিন (ফাইল ফটো)

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত ২৪ ঘণ্টায় আলাদা সংঘর্ষে ১৮ সেনা ও ২৩ সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গতকাল (শুক্রবার) হারনাই জেলায় এক অভিযানে ১১ সন্ত্রাসী এবং কালাত জেলায় রাতভর সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে কালাত জেলার মাঙ্গোচের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় সেনা সদস্যদের একটি দল তাদের বাধা দিলে সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। এসময় তিন সেনা আহত হয়েছেন।  

আইএসপিআর জানিয়েছে, রাতে হারনাই জেলায় একটি অভিযান পরিচালিত হয়েছে যেখানে সেনাবাহিনী ১১ জন সন্ত্রাসীকে জাহান্নামে পাঠিয়েছে। একাধিক সন্ত্রাসী আস্তানাও ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বৈরী ও শত্রু শক্তির ইন্ধনে চালানো এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করা।

পাকিস্তানের সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা বেলুচিস্তানসহ পুরো পাকিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। সেই সঙ্গে সাহসী সেনাদের এই আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে বলেও উল্লেখ করা হয়েছে।  

এই হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সন্ত্রাসীদের অশুভ উদ্দেশ্য ব্যর্থ করতে সমগ্র জাতি দৃঢ়প্রতিজ্ঞ এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাই।

তিনি বলেণ, "সন্ত্রাসীরা বেলুচিস্তানের শান্তি ও উন্নয়নের শত্রু। দেশ থেকে সন্ত্রাসবাদের দানব সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত আমরা তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আমিসহ সমগ্র জাতি তার সাহসী বাহিনীর পাশে দাঁড়িয়েছি।"

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে বেলুচিস্তানে হামলা চালায় বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। গত নভেম্বরে কোয়েটার রেলস্টেশনে হামলার দায় স্বীকার করে বিএলএ। ওই হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ১৪ সেনাও ছিল।

বেলুচিস্তান ছাড়াও খাইবার পাখতুনখাওয়াতেও সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে পাকিস্তানি বাহিনী। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৪ সালে ৩৮৩ সেনা ও ৯২৫ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।#

পার্সটুডে/এমএআর/১