ফিলিস্তিনি বন্দিদের ওপর ভয়ঙ্কর নির্যাতন ‘পূর্ণ মাত্রার যুদ্ধাপরাধ’: হামাস
https://parstoday.ir/bn/news/event-i146614-ফিলিস্তিনি_বন্দিদের_ওপর_ভয়ঙ্কর_নির্যাতন_পূর্ণ_মাত্রার_যুদ্ধাপরাধ’_হামাস
ইসরাইলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দিদের ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বন্দিদের সঙ্গে ইহুদিবাদী কারারক্ষীদের চরম দুর্ব্যবহারকে ‘পূর্ণ মাত্রার যুদ্ধাপরাধ’ বলেও মন্তব্য করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২৫ ০৯:৫১ Asia/Dhaka
  • ফিলিস্তিনি বন্দিদের ওপর ভয়ঙ্কর নির্যাতন ‘পূর্ণ মাত্রার যুদ্ধাপরাধ’: হামাস

ইসরাইলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দিদের ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বন্দিদের সঙ্গে ইহুদিবাদী কারারক্ষীদের চরম দুর্ব্যবহারকে ‘পূর্ণ মাত্রার যুদ্ধাপরাধ’ বলেও মন্তব্য করেছে।

হামাস গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেছে, গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অধীনে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের মধ্যে কয়েক ডজন হতভাগ্য ব্যক্তির শরীরে মারাত্মক নির্যাতনের দগদগে ঘা রয়েছে।  

এ ঘটনায় মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনি বন্দিদের ওপর পদ্ধতিগত নির্যাতন, মারাত্মক প্রহার ও নির্দয় আচরণের প্রমাণ পাওয়া যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই অপরাধ সবার সামনে দখলদার ইসরাইলের ‘দুর্বৃত্ত প্রকৃতি’র স্বরূপ উন্মোচন করেছে যা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি।

হামাস আরো বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যা ও ফিলিস্তিনি বন্দিদের ওপর অকথ্য নির্যাতন ইসরাইলি দখলদারিত্ব থেকে তাদের মাতৃভূমি মুক্ত করার প্রত্যয়ই কেবল শক্তিশালী করবে। জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গাজায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত বন্দি মাহমুদ সামের জাবারিন সম্প্রতি ইসরাইলি কারাগারগুলোকে ‘জীবন্ত মানুষের কবরস্থান’ বলে বর্ণনা করেছেন। এদিকে ইহুদিবাদী সরকার মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি ও তাদের পরিবারবর্গকে মুক্তি পাওয়ার আনন্দের বহিঃপ্রকাশ ঘটানো কিংবা প্রকাশ্যে উদযাপনের বিরুদ্ধে হুঁশিয়ারি করে দিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৩