মার্কিন নিষেধাজ্ঞার নিন্দায় আইসিসি: ন্যায়বিচার চালিয়ে যাব
https://parstoday.ir/bn/news/event-i146794-মার্কিন_নিষেধাজ্ঞার_নিন্দায়_আইসিসি_ন্যায়বিচার_চালিয়ে_যাব
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞার পর এই আদালত ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে যে তারা ন্যায়বিচার চালিয়ে যাবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২৫ ১৯:৪৩ Asia/Dhaka
  • আন্তর্জাতিক অপরাধ আদালত
    আন্তর্জাতিক অপরাধ আদালত

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞার পর এই আদালত ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে যে তারা ন্যায়বিচার চালিয়ে যাবে।

আন্তর্জাতিক অপরাধ আদালত বিশ্বজুড়ে ন্যায়বিচার ও আশার বাস্তবায়ন অব্যাহত রাখবে বলে জোর দিয়েছে। এই আদালত আন্তর্জাতিক আদালতের ১২৫টি সদস্য রাষ্ট্রকে ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য ঐক্যবদ্ধ থাকতে বলেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিবৃতিতে বলা হয়েছে, এই আদালত বিশ্বজুড়ে নিপীড়নের শিকার লাখ লাখ মানুষের পক্ষে ন্যায়বিচার বাস্তবায়নের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং এর কর্মীদের পরিপূর্ণ সমর্থন দিয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারিসংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারিকে 'অবৈধ' ঘোষণা করে তিনি এই পদক্ষেপ নিলেন।

পার্সটুডে/এমএএইচ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।