ইসরাইলি প্রধানমন্ত্রীর ‘নিরঙ্কুশ বিজয়ের’ স্বপ্ন ‘ভয়ঙ্কর দুঃস্বপ্নে’ পরিণত হয়েছে
https://parstoday.ir/bn/news/event-i146836-ইসরাইলি_প্রধানমন্ত্রীর_নিরঙ্কুশ_বিজয়ের’_স্বপ্ন_ভয়ঙ্কর_দুঃস্বপ্নে’_পরিণত_হয়েছে
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, প্রতিরোধ অক্ষ ইসরাইলি প্রধানমন্ত্রীর ‘নিরঙ্কুশ বিজয়ের’ স্বপ্নকে ‘ভয়ঙ্কর দুঃস্বপ্নে’ পরিণত করেছে। গাজায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির আওতায় শনিবার ৩ ইহুদিবাদী পণবন্দিকে ছেড়ে দেয়ার বিনিময়ে ইসরাইলি কারাগারে আটক ১৮৩ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাওয়ার পর এ বিবৃতি দিল হামাস।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৫ ১৬:০৯ Asia/Dhaka
  • মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি
    মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, প্রতিরোধ অক্ষ ইসরাইলি প্রধানমন্ত্রীর ‘নিরঙ্কুশ বিজয়ের’ স্বপ্নকে ‘ভয়ঙ্কর দুঃস্বপ্নে’ পরিণত করেছে। গাজায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির আওতায় শনিবার ৩ ইহুদিবাদী পণবন্দিকে ছেড়ে দেয়ার বিনিময়ে ইসরাইলি কারাগারে আটক ১৮৩ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাওয়ার পর এ বিবৃতি দিল হামাস।

বিবৃতিতে প্রায় ২০০ ফিলিস্তিনি বন্দির মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয়, এ ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের ‘অপরাজেয়’ থাকার মিথ্যা স্বপ্ন ধুলায় মিশে গেছে।

শনিবার গাজার দেইর আল-বালায় একটি মঞ্চ স্থাপন করে সেখানে তিন ইহুদিবাদী বন্দিকে রেডক্রসের হাতে তুলে দেয় হামাস। ইসরাইলি পণবন্দিদের হস্তান্তরের প্ল্যাটফর্মে লেখা বার্তায় বলা হয়: “আমরাই ঝড়, আমরাই আগামী দিন।” এর মাধ্যমে হামাস তেল আবিবকে এই বার্তা দিয়েছে যে, গাজা আজ হামাসের নিয়ন্ত্রণে আছে এবং ভবিষ্যতেও তাদের নিয়ন্ত্রণেই থাকবে।

এ সম্পর্কে হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় ইসরাইলি পণবন্দিদের হস্তান্তর অনুষ্ঠানে যুদ্ধ পরবর্তী গাজার নিয়ন্ত্রণ সম্পর্কে যে বার্তা দেয়া হয়েছে তা প্রমাণ করে, ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ যোদ্ধারা শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তন, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের দিকে আরেক ধাপ এগিয়ে গেছে।

হামাসের বিবৃতিতে বলা হয়, অপরাধী নেতানিয়াহু ও তার সেনাবাহিনী ৪৭১ দিন ধরে পূণ্যভূমি গাজায় যে ‘নিরঙ্কুশ বিজয়ের’ সন্ধানে ছিল তা তাদের জন্য চিরতরে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গাজাবাসী ফিলিস্তিনি জনগণ তাদের অটল অবস্থানের মাধ্যমে প্রমাণ করেছে তারা এই উপত্যকা ত্যাগ তো করবেই না উল্টো তারা তাদের হারানো মাতৃভূমি ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করে ছাড়বে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৯